বাংলারজমিন

‘ইলিয়াস আলীকে গুম করা না হলে বন্যার্তরা পাশে পেতেন’

ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি

২১ জুন ২০১৮, বৃহস্পতিবার, ১০:০৯ পূর্বাহ্ন

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য নিখোঁজ ইলিয়াস পত্নী তাহসিনা রুশদির লুনা বলেছেন, সিলেটের কোটি মানুষের নেতা ইলিয়াছ আলীকে যদি গুম করা না হতো তাহলে তার নিজ নির্বাচনী এলাকা ওসমানীনগরের বন্যার্তরা তাকে সার্বক্ষণিক পাশে পেতেন। আমাদের আজ স্বাদ থাকলেও সাধ্য নেই তারপরও বন্যা দুর্গত মানুষের পাশে আছি এবং থাকবো। স্থানীয় সংসদ সদস্য আপনাদের জন্য কতটুকু করছেন জানি না, বন্যার্তদের জন্য প্রয়োজনী সকল প্রকার অনুদান প্রদানে জোর দাবি জানাচ্ছি। তিনি গতকাল দুপুর থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত সিলেটের ওসমানীনগরের সাদিপুর ইউপির কুশিয়ারা ডাইক ভেঙে প্লাবিত এলাকা পরিদর্শনকালে উপস্থিত জনতার উদ্দেশ্যে উপরোক্ত কথাগুলো বলেন। এ সময় ইলিয়াস পত্নী লুনা তার ব্যক্তিগত পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে কিছু নগদ টাকা বিতরণ করেন।

বন্যা দুর্গত এলাকা পরিদর্শনকালে লুনার সঙ্গে উপস্থিত ছিলেন, ওসমানীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মইনুল হক চৌধুরী, জেলা বিএনপি নেতা ও ওসমানীনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গয়াছ মিয়া উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ মোতাহির আলী, সাংগঠনিক সম্পাদক শাহ এহিয়া,  মহিলা ভাইস চেয়ারম্যান মুসলিমা আক্তার চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান বালাগঞ্জ রেফা বেগম, ইউপি চেয়ারম্যান আবদুর রব, বিএনপি নেতা ফখরুল ইসলাম ফারুক, জালাল উদ্দিন, জিলু মিয়া ফুজায়েল আহমদ চৌধুরী, যুবদল নেতা নজরুল ইসলাম প্রমুখ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status