দেশ বিদেশ

রাজধানীতে ১০৫ মাদক ব্যবসায়ী আটক

স্টাফ রিপোর্টার

২১ জুন ২০১৮, বৃহস্পতিবার, ৯:৫০ পূর্বাহ্ন

রাজধানীর মাদক স্পট হিসেবে পরিচিত জেনেভা ক্যাম্পে ফের অভিযান চালিয়েছে পুলিশ। গত বুধবার বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এতে ৫১ মাদক বিক্রেতা ও সেবনকারীকে আটক করা হয়েছে। এদিকে গত মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর বিভিন্ন থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আরো ৫৪ মাদক বিক্রেতা ও সেবনকারীকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে গত মঙ্গলবার রাত থেকে বুধবার দুপুর পর্যন্ত ১০৫ মাদক বিক্রেতাকে আটক ও গ্রেপ্তার করা হয়। জানা যায়, গত ৪ঠা মে দেশজুড়ে মাদকবিরোধী সাঁড়াশি অভিযান শুরুর পর রাজধানীর মাদকস্পট খ্যাত জেনেভা ক্যাম্পে কয়েকবার অভিযান চালানো হয়। গতকাল ফের অভিযান চালিয়ে ৭০০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। ডিবি, কাউন্টার টেরোরিজম, ডগ স্কোয়াড, থানা পুলিশসহ ডিএমপি’র বিভিন্ন ইউনিটের প্রায় তিন শতাধিক সদস্য ওই অভিযানে অংশ নেয়।
ডিএমপি’র মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ওয়াহিদুল ইসলাম বলেন, গোপন তথ্যের ভিত্তিতে জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী অভিযান চালানো হয়েছে। অভিযানের খবর পেয়ে মাদক বিক্রেতাদের অনেকেই ঘরে তালা দিয়ে পালিয়ে গেছে। আইনশৃঙ্খলা বাহিনীর ক্রমাগত অভিযানে যারা এলাকা ছেড়ে পালিয়েছে তাদের পুনরায় এলাকায় ফিরতে দেয়া হবে না।
এদিকে গত মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক সেবন ও বিক্রির অভিযোগে আরো ৫৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। ডিএমপি’র বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে ২ হাজার ৫১০টি ইয়াবা ট্যাবলেট, ৫৪৪ গ্রাম ওজনের ৪০ পুরিয়া হেরোইন, ৬০০ গ্রাম গাঁজা, ১০০টি নেশাজাতীয় ইনজেকশন,  ৪ বোতল বিদেশি মদ ও ১৫ ক্যান বিয়ার উদ্ধার করা হয়।
ডিএমপির মিডিয়া বিভাগের সহকারী কমিশনার (এসি) সুমন কান্তি চৌধুরী মানবজমিনকে বলেন, এসব মাদক উদ্ধারের ঘটনায় দায়ের করা ৩৭ মামলায় ওই ৫৪ জনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।  
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status