দেশ বিদেশ

বসিক নির্বাচন

আওয়ামী লীগের সাদিক-বিএনপির কামাল, চান, শিরিনের মনোনয়ন ক্রয়

স্টাফ রিপোর্টার, বরিশাল থেকে

২১ জুন ২০১৮, বৃহস্পতিবার, ৯:৩৪ পূর্বাহ্ন

আবারো মেয়র প্রার্থী হতে বিএনপি থেকে দলীয় মনোনয়ন কিনলেন বর্তমান মেয়র, বিএনপি মহানগরের সাবেক সভাপতি আহসান হাবিব কামাল। একই দিন বিএনপি থেকে এবায়েদুল হক চান, বিলকিস আক্তার শিরিন, বিএনপি নেতা আলী হায়দার বাবুল দলীয় মনোনয়ন কিনেছেন। এছাড়া বরিশাল মহানগর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম শাহিন, ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক আফরোজা খানম নাসরিনের পক্ষে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সদস্য আব্বাস উদ্দীন ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহর পক্ষে জহির উদ্দীন মোহাম্মদ বাবুল মনোনয়নপত্র সংগ্রহ করেন। বুধবার মেয়র প্রার্থীরা ২০ হাজার টাকা জামানত দিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর কাছ থেকে মনোনয়নপত্র ক্রয় করেন। তবে বরিশালে টক অব দ্য টাউন ছিল মজিবর রহমান সরোয়ারের দলীয় মনোনয়ন না কেনা। তিনি কামালকে সমর্থন দেবেন বলে একাধিকবার জানিয়েছেন। অপর দিকে আবুল হাসানাত আবদুল্লাহর পুত্র বরিশাল মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর পক্ষে জেলা ও মহানগর আওয়ামী লীগ দলীয় মনোনয়নপত্র ক্রয় করেছেন। এর আগে কর্নেল জাহিদ ফারুক শামিম, যুবলীগ নেতা খান মামুন এবং সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান আলতাফ হোসেন ভুলু দলীয় মনোনয়ন কেনেন।
জাপা নেতা ঝুনুর বিদ্রোহ
বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টি থেকে মেয়র পদে দলীয় মনোনয়ন না পেলে নেতাকর্মীদের নিয়ে গণপদত্যাগসহ বিদ্রোহী প্রার্থী হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জেলা জাতীয় পার্টির (জাপা) যুগ্ম আহ্বায়ক বশির আহমেদ ঝুনু। ২০শে জুন দুপুরে শহীদ আব্দুর রব বরিশাল প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি দেন তিনি। সংবাদ সম্মেলনে ঝুনু দাবি করেন- যাকে বরিশালের মানুষ চেনেন না, যিনি কখনও বরিশালের মানুষের পাশে ছিলেন না এ ধরনের একজন মানুষকে বরিশালে জাতীয় পার্টির মেয়র প্রার্থী করার ষড়যন্ত্র চলছে। এ সময় ঝুনু প্রশ্ন রেখে বলেন সারা জীবন জাতীয় পার্টির জন্য কাজ করে কি পেয়েছি?
বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে জাতীয় পার্টির সম্ভাব্য প্রার্থী হিসেবে ব্যবসায়ী ইকবাল হোসেন তাপসের নাম শোনা যাচ্ছে। তার ছবি ও নাম সংবলিত বিলবোর্ড-পোস্টার-ব্যানারে ছেয়ে গেছে গোটা নগরী। রমজানে তাকে নিয়ে ইফতার পার্টি করেছে জেলা জাতিয় পার্টি। এ সময় বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে তাকে মেয়র প্রার্থী হিসাবে পরিচয় করিয়ে দেন জাতীয় পার্টির জেলা সভাপতি অধ্যক্ষ মহসিন উল ইসলাম হাবুল। এমন পরিস্থিতিতে ঝুনু সংবাদ সম্মেলন করে জাতীয় পার্টি থেকে মেয়র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে জোর দাবি তুললেন। এই দাবি বাস্তবায়ন না হলে গণপদত্যাগসহ বিদ্রোহী প্রার্থী হওয়ার হুঁশিয়ারি দেন তিনি। ওই সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।’
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status