বাংলারজমিন

সাভারে আওয়ামী লীগ যুবলীগ সংঘর্ষ গুলিবিনিময়

স্টাফ রিপোর্টার, সাভার থেকে

২১ জুন ২০১৮, বৃহস্পতিবার, ৯:৩০ পূর্বাহ্ন

সাভারে আধিপত্য বিস্তার ও একটি নির্মাণাধীন কারখানায় মালামাল সরবরাহকে কেন্দ্র করে ইউনিয়ন আওয়ামী লীগ ও থানা যুবলীগ নেতার মধ্যে সংঘর্ষ ও গুলিবিনিময়ের ঘটনায় গ্রেপ্তারকৃত তিনজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। গতকাল দুপুর আড়াইটার দিকে সাভার মডেল থানায় পৃথক দুটি মামলা দায়ের করে একটি সাদা রঙের মাইক্রোবাসে করে তাদের আদালতে পাঠিয়েছে সাভার মডেল থানা পুলিশ। এর আগে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও গুলিবিনিময়ের ঘটনায় সাভার মডেল থানায় যুবলীগের সভাপতি ও ঢাকা জেলা পরিষদের সদস্য সেলিম মণ্ডলের ছোট ভাই এবং বিরুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামাদ মোল্ল্যার ছেলে বাদী হয়ে পৃথক দুটি মামলা দায়ের করেন। প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ সূত্রে জানা যায়, সাভার থানা যুবলীগের সভাপতি ও ঢাকা জেলা পরিষদের সদস্য সেলিম মণ্ডল গত মঙ্গলবার রাতে সাভার থেকে আক্রানে তার বাড়ি ফিরছিলেন। কালিয়াকৈর এলাকায় পৌঁছলে বিরুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামাদ মোল্ল্যার লোকজন তার গতিরোধ করে। এ সময় উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে সামাদ মোল্ল্যা শটগান দিয়ে আতঙ্ক সৃষ্টির জন্য ফাঁকা গুলি চালায়। পরবর্তীতে যুবলীগ নেতা সেলিম মণ্ডলও পাল্টা গুলি চালালে উভয়পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সাভার উপজেলা যুবলীগের সভাপতি ও ঢাকা জেলা পরিষদের সদস্য সেলিম মণ্ডল, বিরুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামাদ মোল্ল্যা ও বিরুলিয়া ইউনিয়ন ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইদ্রিসকে আটক করে থানায় নিয়ে যায়। এদিকে বুধবার সকাল থেকেই উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা আটকদের দেখতে সাভার মডেল থানায় ভিড় জমায়। এ সময় পুলিশ মূল ফটক আটকে দিয়ে থানায় প্রবেশাধিকারে কঠোর পদক্ষেপ গ্রহণ করে। এক পর্যায়ে দুপুরে ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. এনামুর রহমান, সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী হায়দার, বিরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান সুজন, আশুলিয়া থানা যুবলীগের আহ্বায়ক কবির সরকারসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা থানায় আসেন। এ সময় তারা পুলিশের সঙ্গে দেনদরবার করে আপস-মীমাংসার কথা বলে আটক তিন নেতাকে ছাড়িয়ে নেয়ার চেষ্টা করেন। কিন্তু শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. এনামুর রহমানের কাছে গুলিবিনিময় ঘটনায় আটকদের আপস-মীমাংসার মাধ্যমে ছাড়া যায় কিনা জানতে চাইলে তিনি বলেন, এটি পুলিশের বিষয়- তারা কি করবে। তবে দলীয়ভাবে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসীনুল কাদির জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গুলিবিনিময়ের ঘটনায় তিনজনকে আটক করা হয়। পরে উভয়পক্ষের লিখিত অভিযোগ মামলা হিসেবে নথিভুক্ত করে তিনজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজাতে পাঠানো হয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status