বাংলারজমিন

সড়ক দুর্ঘটনায় নিহত ৮

২১ জুন ২০১৮, বৃহস্পতিবার, ৯:০৮ পূর্বাহ্ন

মুক্তাগাছায় ৩
স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ থেকে: মুক্তাগাছা উপজেলার সত্রাশিয়া এলাকায় মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। গতকাল সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। তবে নিহতদের মধ্যে এক নারী ও দু’জন পুরুষ রয়েছেন বলে জানা গেছে। মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মদ মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন।

রায়পুরায় ২
নরসিংদী প্রতিনিধি: রায়পুরা কলেজ মাঠে ফুটবল খেলতে আসার পথে ট্রাক্টর খাদে পড়ে দুর্ঘটনায় ২ তাজা প্রাণ ঝরে গেল। নিহতরা হলেন- নরসিংদী জেলা রায়পুরা উপজেলা পলাশতলী ইউনিয়নের টুকিপুরা গ্রামের মৃত সুলতান ভুঁইয়ার ছেলে মো. মামুন ভুঁইয়া (১৮), পাশের বাড়ির মফিজ উদ্দিনের ছেলে রবিউল (২০)। গতকাল সকালে রায়পুরা উপজেলার মেথিকান্দা নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। রায়পুরা থানার পুলিশ ঘটনাস্থল পৌঁছে ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে লাশ প্রেরণ করে।

ফুলপুরে ১
ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ফুলপুর উপজেলার মোকামিয়া নামকস্থানে মঙ্গলবার রাত ১০টায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক ব্যক্তির (৫৫) মৃত্যু হয়েছে। ফুলপুর থানার অফিসার ইনচার্জ একেএম মাহবুব আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাস্তা পারাপারের সময় বাসের ধাক্কায় ঘটনাস্থলে তার মৃত্যু হয়েছে।

নাটোরে ১
বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: বড়াইগ্রাম সীমানা সংলগ্ন গোপালপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত যুবলীগ নেতা শামসুল আরেফিন সাহেদ (৩২) হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ে অবশেষে মৃত্যুবরণ করেছেন। মঙ্গলবার দুপুরে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার পর সন্ধ্যায় তার লাশ গ্রামের বাড়ি লালপুরের কদমচিলান নাওদারা গ্রামে আনা হয় এবং বৃহস্পতিবার সকাল ১১টার দিকে স্থানীয় গোরস্থানে তাকে দাফন করা হয়। সাহেদ কদমচিলান নাওদারা গ্রামের মজগুল হোসেনের ছেলে এবং ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাবেক সহসভাপতি। কদমচিলান ইউপি চেয়ারম্যান সেলিম রেজা মাস্টার জানান, গত ১৮ জুন সাহেদ ব্যক্তিগত কাজে বাড়ি ফেরার পথে গোপালপুর এলাকায় একটি ট্রাকের সঙ্গে তার ব্যবহৃত মোটরসাইকেলের সংঘর্ষ ঘটে। এতে গুরুতর আহত হলে তাকে প্রথমে স্থানীয় ও অবস্থার অবনতি ঘটলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানে তার মৃত্যু হয়।

নান্দাইলে ১           
নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:  নান্দাইল ঘোষপালা ফাজিল মাদ্রাসার পশ্চিম পার্শ্বে দশালিয়ায় ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে যাত্রীবাহী আব্দুল্লাহ আল আমিন পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায় । গতকাল  বিকেল সাড়ে চারটার দিকে এই দুর্ঘটনাটি ঘটে । ওই সময় বাসের নিচে চাপা পড়ে একজন নিহত ও ২০ জন আহত হয়। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় পাওয়া যায়নি। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status