বাংলারজমিন

জাজিরায় জমি বিরোধে কুপিয়ে জখম

শরীয়তপুর প্রতিনিধি

২০ জুন ২০১৮, বুধবার, ১০:১৫ পূর্বাহ্ন

শরীয়তপুর জেলার জাজিরা উপজেলায় পৌরসভার ৭নং ওয়ার্ডের রাড়ী পাড়া মৃধা কান্দি গ্রামের আফজাল মৃধা গংরা ও একই গ্রামের  প্রতিবেশী শাজাহান মৃধার সঙ্গে দীর্ঘদিন যাবৎ জমিজমা নিয়ে আদালতে মামলা মোকদ্দমা চলছে। তার জের ধরে গতকাল সন্ধ্যায় শাজাহান মৃধার ছেলে  জাহিদুল ইসলাম খোকন শরীয়তপুর আইনজীবীর সহকারী জাজিরা বাজার থেকে বাড়িতে যাওয়ার সময় টিএনটি মোড় নামক স্থানে মোবারক আলী সিকদারের বাড়ির সামনে পৌঁছাইলে আফজাল মৃধা,  গংরা জাহিদুলকে দেশি অস্ত্রশস্ত্র দিয়ে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে। পুলিশ ও স্থানীয় লোকজন জাহিদুলকে উদ্ধার করে জাজিরা হাসপাতালে ভর্তি করে। এ ব্যাপারে জাহিদুলের বাবা শাজাহান মৃধা বলেন, আমার ছাব কবলার ও বি আর এস রেকর্ডিও  জমি আত্মসাৎ করার জন্য আমার ছেলে জাজিরা বাজারে গেলে বাড়ি যাওয়ার সময় টিএনটি এলাকায় পৌঁছাইলে আফজাল মৃধা, চান মিয়া মৃধা, খলিল মৃধা, জলিল মৃধা গংরা পরিকল্পিতভাবে জাহিদকে এলোপাতাড়ি ভাবে মারপিট ও কুপিয়ে আহত করে সঙ্গে  অন  টেস্ট  একটি পালছার গাড়ি ছিনিয়ে  নেয়  যার মূল্য ১ লাখ ৭০ হাজার টাকা। এরপর ক্ষান্ত হননি বাড়িতে আমার চার চালা তিনটি  টিনের ঘর কুপিয়ে ক্ষতিগ্রস্ত করে এবং ঘরে থেকে ৪০ হাজার নগদ টাকা ও আমার ছেলের বউয়ের ৩ ভরি স্বর্ণ অলংকার লুট করে। এ ব্যাপারে জাজিরা থানায় একটি অভিযোগ দায়ের করিয়াছি। জাজিরা থানার ওসি এনামুল হক বলেন, ঘটনাটি শুনেছি তবে এ ব্যাপারে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status