বাংলারজমিন

সেনবাগের পিকনিকের গাড়িতে সন্ত্রাসী হামলা

সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি

২০ জুন ২০১৮, বুধবার, ১০:১৩ পূর্বাহ্ন

নোয়াখালীর সেনবাগের কানকিরহাট বাজারে পিকআপবাহী স্কুল ছাত্রদের পিকনিকের একটি গাড়িতে সন্ত্রাসী হামলায় ৫ ছাত্র গুরুতর আহত হয়েছে। আহতদেরকে স্থানীয় লোকজন উদ্ধার করে সেনবাগ সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। রক্তাক্ত জখমকৃত আঠিয়া বাড়ীর জাফর আহম্মদের পুত্র ও কানকিরহাট উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র রবিউল হোসেন (১৫), একই গ্রামের মো. সেলিমের পুত্র ৮ম শ্রেণির ছাত্র শাহাদাত হোসেন রাসেল (১৫), কেশারপাড় গ্রামের সফিউল্যাহর পুত্র ও একই শ্রেণির আরমান (১৫) কে সেনবাগ সরকারি হাসপাতালে ভর্তি ও মাসুম এবং রিয়াদ নামের দুই ছাত্র স্থানীয় ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন ছাত্ররা জানান, গতকাল দুপুরে ১০/১২ ছাত্র একটি পিকআপ যোগে কোম্পানীগঞ্জের মুছাপুরে পিকনিকের উদ্দেশ্যে রওনা দিলে কানকিরহাট মধ্যবাজারে জ্যামে পড়েন। পেছনে থাকা একটি সিএনজির ড্রাইভার অব্যাহতভাবে হর্ন বাজাতে থাকে। এসময় তাকে বারণ করলে সে গাড়িতে হামলা চালায়। এ সময় স্থানীয় ব্যবসায়ী ও আওয়ামী লীগনেতা বেলাল ভূঁঞা বিষয়টি মীমাংসা করে দেয়। যানচলাচল শুরুহলে কানকিরহাট চৌরাস্তায় দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে ড্রাইভার সোহাগ ও তুহিনের নেতৃত্বে ৮/১০ সন্ত্রাসী পুনরায় ওই পিকআপে হামলা চালায় এবং ছাত্রদেরকে বেধড়ক পিটিয়ে রক্তাক্ত জখম করে। ছাত্রদের ওপর অতর্কিতে হামলার ঘটনায় ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা বেলাল ভূঁঞা, সাবেক চেয়ারম্যান আবদুল হক, বাজারের ব্যবসায়ী, অভিভাবক, শিক্ষক ও সহপাঠীরা ন্যক্কারজনক ঘটনার নিন্দা জানিয়েছেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status