এক্সক্লুসিভ

হাফিজ উদ্দিনের বিশ্লেষণ

জার্মানি ঘুরে দাঁড়াবেই

২০ জুন ২০১৮, বুধবার, ৯:৩৬ পূর্বাহ্ন

রাশিয়া বিশ্বকাপের গ্রুপ পর্বের প্রথম ম্যাচে মাঝারি শক্তির দল মেক্সিকোর কাছে এক গোলে পরাজিত হয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জার্মানি। অপ্রত্যাশিত এ পরাজয়কেই চলমান বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটন মনে করেন বাংলাদেশের কিংবদন্তি ফুটবলার ও বর্ণাঢ্য রাজনৈতিক মেজর (অব.) হাফিজউদ্দিন আহমেদ বীরবিক্রম। এমন অঘটনের পরও জার্মানিকেই চ্যাম্পিয়নের দৌড়ে সবচেয়ে শক্তিশালী দল মনে করেন তিনি। সেই সঙ্গে প্রশংসা করছেন স্পেনের খেলার। হাফিজ বলেন, প্রথম ম্যাচ ড্র করলেও এবারের বিশ্বকাপে সবচেয়ে ভালো খেলা উপহার দিয়েছে স্পেন। ঐতিহ্যময় টিকিটাকা ফুটবলের নান্দনিক প্রদর্শনী ছিল তাদের খেলায়। পরের ম্যাচগুলোতেও তারা সে ধারাবাহিকতা রাখবে এ প্রত্যাশা করা যায়। সবমিলিয়ে স্পেন বেশ উজ্জীবিত ফুটবল খেলেছে। ফিফা স্বীকৃত বাংলাদেশের শতাব্দি সেরা ফুটবলার হাফিজ বলেন, প্রথম ম্যাচ ড্র করলেও যেকোনো দলের সামনে আর্জেন্টিনা শক্ত প্রতিদ্বন্দ্বী। তাদের খেলার ধরন ভালো। মেসির পাশাপাশি আগুয়েরা ভালো খেলেছে। ফুটবলপ্রেমীদের জার্মানির প্রতি আস্থা রাখতে বলেছেন মেজর (অব.) হাফিজ। তিনি বলেন, জার্মানি অবশ্যই ঘুরে দাঁড়াবে। খুব ভালোভাবেই ঘুরে দাঁড়াবে। জার্মানির সুবিধা হলো তারা একক তারকা নির্ভর দল নয়। টিম ওয়ার্ক তাদের মূল বৈশিষ্ট্য। তবে টমাস মুলারের খেলায় কিছুটা হতাশ তিনি। এ বিশ্বকাপের শুরুতে তার বাজির ঘোড়া ছিলেন মুলার। কিন্তু প্রথম ম্যাচে মুলারের খেলা সে প্রত্যাশার কেন্দ্রবিন্দু সরিয়ে দিয়েছে। লিওনেল মেসি ও নেইমারদের অনুজ্জ্বল পারফরমেন্স নিয়ে মেজর (অব.) হাফিজ বলেন, এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত একটি বিষয় লক্ষণীয়। সুপার স্টারদের কড়া মার্কে রাখছে প্রতিপক্ষ দল। তারা ভালো খেলার জায়গা পাচ্ছে না, সুযোগও বের করতে পারছে না। আগামী ম্যাচগুলোতেও এ কৌশল অব্যাহত থাকতে পারে। সুপার স্টারদের নিজেদের জনপ্রিয়তা ধরে রাখতে হলে যে নৈপুণ্য দেখাতে হবে তার জন্য ট্যাকেল মোকাবিলায় সতর্কতা ও গোল বের করতে আরো  কুশলী হতে হবে। অন্যদিকে ডেভিড গিয়া ও ম্যানুয়েল নয়্যারের দু’টি ভুল চোখে পড়েছে এককালে ফিফার গুরুত্বপূর্ণ দায়িত্বপালনকারী এ ফুটবলারের।
অনুলিখন: কাফি কামাল
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status