বাংলারজমিন

কমলগঞ্জে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

২০ জুন ২০১৮, বুধবার, ৯:২৩ পূর্বাহ্ন

বন্যায় ক্ষতিগ্রস্ত কমলগঞ্জ পৌরসভাসহ ৯টি ইউনিয়নের দুর্গত এলাকা পরিদর্শন করেছেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফয়জুর রহমান ও পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব কবির বিন আনোয়ার। গতকাল সকাল থেকে বন্যাদুর্গত এলাকাগুলো পরিদর্শন করেন তারা। ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বিভিন্ন আশ্রয় কেন্দ্র পরিদর্শণের পাশাপাশি দুর্গত মানুষদের সাথে কথা বলেন। পরিদর্শনকালে তিনি বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় সাড়ে ৪ হাজার পরিবারের মাঝে ২০ কেজি করে চাল বিতরণ করেন। মঙ্গলবার বেলা ১১টার দিকে তিনি পতনউষার ইউনিয়ন পরিদর্শন শেষে স্থানীয় আহমদনগর মাদ্রাসা আশ্রয় কেন্দ্রে অবস্থানরত সাড়ে ৭শ’ পরিবারের মাঝে ২০ কেজি করে চাল বিতরণ করেন। পরে তিনি ১নং রহিমপুর ইউনিয়নে পানিবন্দি মানুষের মাঝে চাল বিতরণ করেন। দুপুরে কমলগঞ্জ পৌরসভায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৫শ’ পরিবারের মাঝে ২০ কেজি করে চাল বিতরণ অনুষ্ঠানে অংশ নেন। কমলগঞ্জ পৌর মেয়র মো. জুয়েল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জাহাঙ্গীর আলম, কমলগঞ্জের ইউএনও মোহাম্মদ মাহমুদুল হক, উপজেলা প্রকল্প কর্মকর্তা মো. আসাদুজ্জামান, কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোসাদ্দেক আহমদ মানিক, কমলগঞ্জ থানার ওসি মোকতাদির হোসেন পিপিএম, বিআরডিবির চেয়ারম্যান ইমতিয়াজ আহমদ বুলবুল। বিকালে কমলগঞ্জের বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব কবির বীন আনোয়ার। এ সময় মৌলভীবাজারের জেলা প্রশাসক তোফায়েল আহমেদ, কমলগঞ্জের ইউএনও মোহাম্মদ মাহমুদুল হক,কমলগঞ্জ থানার ওসি মোকতাদির হোসেন পিপিএম, প্রকল্প কর্মকর্তা আসাদুজ্জামান তার সঙ্গে ছিলেন। পরে বিকাল ৬টায় কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমদের সভাপতিত্বে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ত্রাণ বিতরণ করেন পানি সম্পদ সচিব।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status