বাংলারজমিন

মানিকগঞ্জে প্রতিপক্ষের হামলায় যুবকের মৃত্যু

স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ থেকে

২০ জুন ২০১৮, বুধবার, ৯:২১ পূর্বাহ্ন

মানিকগঞ্জের দৌলতপুরে বাঁশঝাড় সংক্রান্ত পূর্ববিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় আহতদের একজন সোমবার রাতে মারা গেছেন। নিহত নজরুল ইসলাম সরদার (৩৮)  দৌলতপুর উপজেলার বাঁচামারা ইউনিয়নের চরকল্যাণপুর গ্রামের সন্তোষ শেখের ছেলে। এ ঘটনায় পুলিশ দুইজনকে আটক করেছে। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুনীল কুমার কর্মকার নিহতের খবর নিশ্চিত করেছেন। নিহতের স্বজনরা জানান, গত ১৭ই জুন ঈদের পরের দিন সকাল ৯টায় চরকল্যাণপুর গ্রামের তোফাজ্জল সরদারের বাড়িতে ঘরোয়া মিটিং করছিল তোফাজ্জল  সরদার, মনিরুল সরদার, মতিন সরদার, আফছার সরদার, আব্দুর রহিম, সুজন সরদার, নজরুল সরদার ও আনোয়ার সরদার। হঠাৎ ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা করে  মানিক সরদার (২৬), খালেক সরদার (৫০), আহাম্মদ সরদার (৬০), আমজাদ সরকার (৬২), মান্নান সরদার (২৮), ছাত্তার সরদার (৩১), জাহাঙ্গীর (৩৩), আলমগীর সরদার (৩৫), আলম সরদার (২৮), বাবু সরদার (২২), আজমত সরদার (৫০), ডা. ফজলুল হক (৩৬) ও মুছা মিস্ত্রি (৪৫) সহ অজ্ঞাত ১০-১২ জনকে আহত করে।  

এই হামলায় আহত হয় আফসার, নজরুল ইসলাম সরদার, সুজন, মনিরুল, মতিন ও আনোয়ার। আহতদের মধ্যে আফসার, নজরুল, সুজনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং মনিরুল, মতিন ও আনোয়ারকে উথুলী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।  সোমবার রাতে নজরুল ইসলাম সরদার চিকিৎসাধীন অবস্থায় মারা যান। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুনীল কুমার কর্মকার বলেন, অভিযুক্ত আসামিদের মধ্যে খালেক ও ছাত্তারকে আটক করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status