বাংলারজমিন

ঘোড়াশাল রেল ব্রিজে মানুষের ঢল

পলাশ (নরসিংদী) প্রতিনিধি

২০ জুন ২০১৮, বুধবার, ৭:৫২ পূর্বাহ্ন

ঈদ আনন্দে হাজারো মানুষের ঢল নেমেছে নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল শীতলক্ষ্যা নদীর ওপর ব্রিজ ও রেলওয়ে স্টেশনে। ঈদের প্রথম দিন থেকে তৃতীয় দিন পর্যন্ত পরিবার-পরিজন নিয়ে ঘোড়াশাল রেল স্টেশনে ঘোরাঘুরি করতে বিনোদনপ্রেমী মানুষ একে অপরের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে স্টেশনে ভিড় জমান। পলাশ উপজেলাসহ গাজীপুরের কালীগঞ্জ ও দেশের বিভিন্ন স্থান থেকে হাজারো বিনোদনপ্রেমী মানুষ শহর জীবনের ব্যস্ততা কাটিয়ে খানিকটা আনন্দ উপভোগ করতে বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বন্ধুবান্ধব, পরিবার পরিজন, স্কুল-কলেজের শিক্ষার্থী, সাংস্কৃতিক ব্যক্তিবর্গ, কবি, লেখক, রাজনীতিবিদসহ সব পেশার মানুষ এখানে ছুটে আসেন। অনেকেই প্রাণবন্ত সময়টুকু ক্যামেরাবন্দি করে রাখছেন। কেউ সেলফি তোলা নিয়ে মেতে উঠেছেন। ঈদ আনন্দে স্টেশনে একটু ঘোরাঘুরি করতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও বিভিন্ন গ্রাম থেকে মাইক্রোবাস, সিএনজি চালিত অটোরিকশা, মোটরসাইকেলে হাজারো মানুষ ছুটে এসেছে এ বিনোদন কেন্দ্রে। সরজমিন দেখা গেছে, স্টেশন ঘিরে বসেছে বিভিন্ন দোকানপাট। কেনাবেচা চলছে তুমুল। পলাশ উপজেলায় তেমন কোনো বিনোদন কেন্দ্র না থাকার কারণে এ বারের ঈদে শীতলক্ষ্যা নদীর তীরে ঘোড়াশাল স্টেশনটিকে বিনোদন কেন্দ্র হিসেবে দর্শনার্থীরা বেছে নিয়েছে। শহীদ ময়েজ উদ্দিন সেতু ও ঘোড়াশাল রেলওয়ের ব্রিজের ওপরে দাঁড়ালেই নিচে দেখা যায় শীতলক্ষ্যা নদী। শীতলক্ষ্যা নদী দিয়ে দু’পাড়ের খেয়া পারাপার গ্রাম বাংলার নদীর সৌন্দর্য্য যেন আরো বেশি ফুটে উঠেছে। তাছাড়া বর্ষায় নদীর থৈ থৈ পানি আগত দর্শনার্থীদের অন্যরকম ভালোলাগা যোগ করেছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status