অনলাইন

রূপগঞ্জে বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ২

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

১৯ জুন ২০১৮, মঙ্গলবার, ৪:১৩ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে যাত্রীবাহী বাসের সাথে ফল বোঝাই লেগুনার মুখোমুখি সংঘর্ষে লেগুনার চালকসহ দুই ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় বাসের ৮যাত্রী আহত হয়। আজ মঙ্গলবার সকালে সড়কের তারাব পৌরসভার খাদুন এলাকায় ঘটে এ দুর্ঘটনা।
রূপগঞ্জ থানার সহকারি উপ-পরিদর্শক রিপন আলী খান জানান, মঙ্গলবার সকাল ৯টার দিকে  ঢাকা সিলেট মহাসড়কের খাদুন এলাকায় ঢাকাগামী দিগন্ত পরিবহন বাস (ঢাকা মেট্রো ব-১৪-৭৪৩৪) নিয়ন্ত্রন হারিয়ে ভুলতাগামী ফলবাহী লেগুনার (ঢাকা মেট্রো-ছ-১১-০৬৪৭) লেগুনার সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে ঘটনাস্থলেই চাঁদপুর সদর থানাধীন পুরান বাজার রনাকল  এলাকার হারুন অর রশিদের ছেলে লেগুনার ড্রাইভার সোহেল মিয়া (৩০) ও স্থানীয় ভুলতা ইউনিয়নের পাচাইখা এলাকার আব্দুস সামাদের ছেলে ফল ব্যবসায়ী হাসান (৩৪) নিহত হয়। এসময় বাসে থাকা কমপক্ষে ৮জন যাত্রী আহত হয়েছে। এদিকে দুর্ঘটনার সঙ্গে সঙ্গে যাত্রীবাহী বাসের চালক ও হেলপার পালিয়ে যায়। পুলিশ লাশ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করেন। এ ঘটনায় রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status