বাংলাদেশ কর্নার

স্কোয়াডের বাইরে থাকা ৩ তারকা স্ট্রাইকার

পিয়াস সরকার

১৮ জুন ২০১৮, সোমবার, ১০:৪৫ পূর্বাহ্ন

প্রত্যেক ফুটবলারের ক্যারিয়ারে লক্ষ্য থাকে ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ বিশ্বকাপে খেলা। অনেকের নামের পাশে তারকার তকমা থাকলেও স্কোয়াডে নাম লেখানোর সুযোগ হয় না। জেনে নেয়া যাক রাশিয়া বিশ্বকাপ ২০১৮’তে নিজ দেশের স্কোয়াডে থাকার স্বপ্ন অপূর্ণ রয়েছে কোন কোন ফুটবলারের।

মাউরো ইকার্দি
ইতালিয়ান লীগের ২০১৭/১৮ মৌসুমের সর্ব্বোচ্চ গোলদাতা মাউরো ইকার্দি। এই এক মৌসুমেই করেন ২৯ গোল। চার মৌসুম ধরে তিনি ইন্টার মিলানের সর্বোচ্চ গোলদাতা। কিন্তু এই সম্ভাবনাময় খেলোয়াড় কোন এক অজানা কারণে আর্জেন্টিনার জার্সিতে মাঠে নেমেছেন মাত্র চারবার। দুইবার বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা দলের বস হোর্হে সাম্পাওলি ইয়ার্দিকে স্কোয়াডে রাখেননি। তবে, দুর্দান্ত ফর্মে থাকা ইকার্দি দলভুক্ত না হওয়া স্বভাবতই জন্ম দিয়েছে অনেক প্রশ্নের।

করিম বেঞ্জেমা
রিয়াল মাদ্রিদের হয়ে ২৭৬ ম্যাচে ১২৭ গোল। তার রয়েছে ১৬টি শিরোপায় চুমু খাওয়ার স্বাদ। তিনি ফ্রান্সের আরেক তারকা করিম বেঞ্জেমা। ২০১৪’র বিশ্বকাপে ৫ ম্যাচে করেন ৩ গোল। ফ্রান্সের জার্সিতে করেন ৮১ ম্যাচে ২৭ গোল। তবে অল স্টার ফ্রান্স দলে স্থান হয়নি ৩০ বছর বয়সী অভিজ্ঞ এই খেলোয়াড়ের। তাই ৬.১ ফুট উচ্চতার স্ট্রাইকার বেঞ্জেমা রাশিয়া বিশ্বকাপে শুধুই দর্শক।

আলভারো মোরাতা
২০১০ বিশ্বচ্যাম্পিয়ন স্পেন দলের হয়ে এবার রাশিয়া মাতাবেন ইসকো, অ্যাসেনসিও, ডিয়েগো কস্তা আর লুকাস ভাজকুয়েজ। কিন্তু তাদের সঙ্গে খেলার সুযোগ মেলেনি আলভারো মোরাতার। স্প্যানিশ এই স্ট্রাইকার স্পেনের জার্সিতে খেলেছেন ২৩ ম্যাচ, জালে বল জড়িয়েছেন ১৩ বার। চেলসির ৯ নম্বর জার্সিধারী এই খেলোয়াড় দীর্ঘদিন মাঠ মাতিয়েছেন রিয়াল মাদ্রিদের হয়ে। মাদ্রিদে জন্ম নেয়া মোরাতা রিয়ালের হয়ে খেলেছেন ২০১০ সাল ২০১৪ সাল পর্যন্ত। এরপর পাড়ি জমান জুভেন্টাসে। ২০১৬ সালে ফের যোগ দেন রিয়াল মাদ্রিদে। ২০১৭ সালে নাম লেখান ইংলিশ ক্লাব চেলসিতে।

এছাড়াও রাশিয়া বিশ্বকাপের মহারণে নাম লেখাতে ব্যর্থ হয়েছেন বেশ কিছু সম্ভাবনাময় খেলোয়াড়। সেস ফ্যাব্রিগাসের জাতীয় দলের হয়ে ১১০ ম্যাচ খেলার অভিজ্ঞতা থাকলেও স্পেন দলে হয়নি ঠাই। বেলজিয়ামের রাদজা নাইনগোলাস টিকিট কাটতে ব্যর্থ হয়েছেন রাশিয়ার। এছাড়াও হাভি মার্টিনেজ (স্পেন), অ্যালেক্স সান্দ্রো (ব্রাজিল), অ্যালেক্সান্ডার লাকজেত (ফ্রান্স), হুয়ান মাতা (স্পেন), লাপোর্তে (ফ্রান্স), অ্যান্থনি মার্শাল (ফ্রান্স), ডেভিড লুইজ (ব্রাজিল), এরিক লামেলাসহ (আর্জেন্টিনা), হ্যাভিয়ের পাস্তোরে (আর্জেন্টিনা) অনেক খেলোয়াড়ের নাম।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status