প্রথম পাতা

পেনাল্টি গোলে দ. কোরিয়াকে হারালো সুইডেন

স্পোর্টস ডেস্ক

১৯ জুন ২০১৮, মঙ্গলবার, ১০:২৬ পূর্বাহ্ন

গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ১-০ গোলে হারিয়েছে সুইডেন। সুইডিশদের একমাত্র গোলটি আসে পেনাল্টি থেকে। গতকাল নিঝনি নভগরদ স্টেডিয়ামে ম্যাচের ৬৫তম মিনিটে  স্পট কিক থেকে বল জালে পাঠান সুইডেন ডিফেন্ডার আন্দ্রেই গ্রাঙ্কভিস্ট। এর আগে গোলশূন্য সমতায় প্রথমার্ধের খেলা শেষ হয়। গোলমুখে প্রথম শটের জন্য দর্শকদের ২০ মিনিট অপেক্ষা করতে হয়। বিশ্বকাপ ইতিহাসে ম্যাচের প্রথম শটের জন্য দ্বিতীয় দীর্ঘ সময় অপেক্ষার রেকর্ড এটি। আগের রেকর্ডটি ৫২ বছরের পুরনো। ১৯৬৬ বিশ্বকাপে নেদারল্যান্ডস-কোস্টারিকা ম্যাচে গোলবারে প্রথম শট নেয়া হয় ম্যাচের ২০ মিনিট ৫৯ সেকেন্ডের মাথায়। এবারের বিশ্বকাপে কঠিন গ্রুপের তকমা পাচ্ছে ‘এফ’ গ্রুপ। মেক্সিকোর কাছে প্রথম ম্যাচে ১-০ গোলে হেরে গেছে বর্তমান চ্যাম্পিয়ন জার্মানি। আগামী ২৩শে জুন নিজেদের দ্বিতীয় ম্যাচে সুইডেনকে মোকাবিলা করবে জার্মানি। খেলা শুরু বাংলাদেশ সময় রাত ১২টায়। একইদিন রাত ৯টায় মেক্সিকোর মুখোমুখি হবে দক্ষিণ কোরিয়া।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status