শেষের পাতা

অর্থমন্ত্রীকে আইজিডব্লিউ অপারেটরস ফোরামের সভাপতির অভিনন্দন

স্টাফ রিপোর্টার

১৯ জুন ২০১৮, মঙ্গলবার, ১০:১৭ পূর্বাহ্ন

যথাযথ একটি বাজেট দেয়ায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে অভিনন্দন জানিয়েছেন আইজিডব্লিউ অপারেটরস ফোরামের সভাপতি একেএম শামসুদ্দোহা। তিনি বলেছেন, অর্থমন্ত্রী আমাদেরকে যে বাজেট দিয়েছেন তাকে সেলিব্রেট করি। তিনি এবং সরকারি কর্মকর্তারা এত বিপুল অঙ্কের অর্থ এক বছরের জন্য যথাযথভাবে খরচ করেন। কিভাবে এর বাস্তবায়ন হচ্ছে তা তদারকি করা হয় সাপ্তাহিক একনেক বৈঠকে। শামসুদ্দোহা আরো বলেছেন, সমাজের সব অংশের মানুষ এবং আগ্রহী সব গ্রুপের কথা মনোযোগ দিয়ে শোনেন অর্থমন্ত্রী। এজন্য তাকে অভিনন্দন জানাতে হবে। তিনি পরামর্শে বিশ্বাস করেন। তিনি বহুমাত্রিক মানুষ। বাজেটের ওপর তিনি যে প্রত্যাশা রাখেন তা যথার্থ। তিনি যে বাজেট দিয়েছেন তার বাস্তবায়ন করবেন সরকারি কর্মকর্তারা মাথা নিচু করে। তাদের এমন কাজ এবং কাজ করে যাওয়াকে অভিনন্দন জানান একেএম শামসুদ্দোহা। স্থিতিশীলতার বিরুদ্ধে যে বহির্দেশীয় হুমকি আছে সে বিষয়টি সামনে আনার জন্যও তার তারিফ করি আমরা। কয়েক দশক ধরে বাণিজ্যিক শাসকগোষ্ঠীর সঙ্গে সমঝোতার পর যখন নিয়মের তোয়াক্কা না করে লড়াইয়ে টিকে থাকে কোনো দেশ তখন তা জীবন ও অনেক জাতির মৃত্যুর বিষয় হয়ে দাঁড়ায়। বড় আকারের প্রজেক্ট লোন নিয়ে রাজনীতি, পারমাণনিক জ্বালানি ও রাজনীতি, এ সবের প্রতি অর্থমন্ত্রী আমাদের কাছে বক্তব্য তুলে ধরেছেন। একেএম শামসুদ্দোহা আরো বলেছেন, ২০১৮ সালের ছয় মাস আমরা পেরিয়ে যাচ্ছি। অগ্রগতি এখনও অব্যাহত আছে। আর সঙ্গে সঙ্গে বাস্তবায়নও চলমান রয়েছে। অর্থমন্ত্রীর কর্মদক্ষতা, ধীশক্তি ও দৃঢ় সংকল্পের প্রতি আমাদের শ্রদ্ধা রয়েছে। একই রকম শ্রদ্ধা রয়েছে অত্যন্ত দক্ষ ও শক্তিশালী যে টিম নিয়ে তিনি কাজ করেন তাদের প্রতি। পরিকল্পনা মন্ত্রী, তথ্যমন্ত্রী ও কৃষি বিষয়ক মন্ত্রী সম্প্রতি বাজেট নিয়ে যে গভীর আলোচনা করেছেন তা অবশ্য পালনীয় ও চ্যালেঞ্জিং। একেএম শামসুদ্দোহা বিবৃতিতে আরো বলেছেন, অর্থমন্ত্রী সম্প্রতি একটি বই লিখেছেন। এর নাম দেয়া হয়েছে ‘ইকোনমি অব বাংলাদেশ’। এটি লিখেছেন ভীষণ পরিশ্রমী কৃষক, কারখানা শ্রমিক, নির্মাণ শ্রমিক, পরিবহন শ্রমিক, বিভিন্ন সেবাখাতে সেবাদানকারী ও বাংলাদেশের গৃহকর্মে নিয়োজিত শ্রমিকদের নিয়ে। তিনি বা তার সরকার যে গরিবদের কথা ভাবেন না এমন ভুল কেউ ধরতে পারবেন না।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status