খেলা

ইতিহাসের ‘তৃতীয় নজির’ মার্কেজের

স্পোর্টস ডেস্ক

১৯ জুন ২০১৮, মঙ্গলবার, ১০:০৪ পূর্বাহ্ন

জার্মানির বিপক্ষে ম্যাচের ৭৪তম মিনিটে মাঠে নামেন মেক্সিকোর অভিজ্ঞ ডিফেন্ডার রাফায়েল মার্কেজ। আর অনন্য এক রেকর্ডে নাম ওঠে তার। ইতিহাসের তৃতীয় খেলোয়াড় হিসেবে সর্বাধিক ৫ বার বিশ্বকাপে অংশ নেয়ার কৃতিত্ব দেখালেন তিনি। এমন গৌরব কুড়ানো তিন খেলোয়াড়ের দুজনই মেক্সিকোর। ৮৮ বছরের বিশ্বকাপ ইতিহাসে এমন নজির রয়েছে কেবল মেক্সিকোর গোলরক্ষক আন্তোনিও কারবাজাল (১৯৫০, ১৯৫৪, ১৯৫৮, ১৯৬২, ১৯৬৬) ও জার্মান তারকা লোথার ম্যাথিউসের (১৯৮২, ১৯৮৬, ১৯৯০, ১৯৯৪, ১৯৯৮)। মেক্সিকোর জার্সি গায়ে পঞ্চম সর্বাধিক ম্যাচ খেলার রেকর্ড রাফায়েল মার্কেজের। বার্সেলোনার সাবেক ডিফেন্ডার রাফায়েল মার্কেজ ক্যারিয়ারে মেক্সিকোর হয়ে খেলেছেন ১৪৫ ম্যাচ। ২০০২ থেকে টানা পাঁচ বিশ্বকাপে খেলার গৌরব তার।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status