দেশ বিদেশ

বিনোদনকেন্দ্রগুলোতে ছিল উপচেপড়া ভিড়

স্টাফ রিপোর্টার

১৯ জুন ২০১৮, মঙ্গলবার, ১০:০১ পূর্বাহ্ন

পবিত্র ঈদুল ফিতরের নির্ধারিত ছুটি ইতিমধ্যে শেষ হয়েছে। ঈদের আনুষ্ঠানিকতা শেষ হলেও আমেজ এখনো কাটেনি। রাজধানী এখনো তার পুরনো রূপে ফেরেনি। গতকালও রাজধানীর সড়কগুলো ছিল অনেকটাই ফাঁকা। তবে, বিনোদন কেন্দ্রগুলোতে ছিল বিভিন্ন বয়সী মানুষের উপচেপড়া ভিড়। গতকাল সকাল থেকে দিনভর ছিল তীব্র রোদ আর গরম। ঈদের আমেজে বিনোদনপিয়াসীদের আনন্দ লাভে তেমন সমস্যা হয়নি। গতকাল সকাল থেকে রাজধানীর বঙ্গবন্ধু নভোথিয়েটার, হাতিরঝিল, শিশুপার্ক, চিড়িয়াখানা, জাতীয় জাদুঘর,  রমনা পার্ক, সোহরাওয়ার্দী উদ্যান, আগারগাঁওয়ে বিমান বাহিনী জাদুঘর, বোটানিক্যাল গার্ডেনে ঘুরতে বেরিয়েছিলেন অনেকে। এছাড়া লালবাগের কেল্লা, জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিঞা এভিনিউ এলাকা, আহসান মঞ্জিল, শ্যামলী শিশুমেলা, বলধা গার্ডেন, ধানমন্ডি লেক, চন্দ্রিমা উদ্যানসহ নগরের সকল বিনোদনকেন্দ্র ও স্থাপনাগুলোতে সকাল থেকে বিভিন্ন বয়সী বিনোদনপিয়াসীদের উপচেপড়া ভিড় দেখা গেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এসব বিনোদনকেন্দ্রগুলোতে মানুষের ভিড়ও বাড়তে থাকে। নগর জীবনের কোলাহল থেকে একটু প্রশান্তি লাভের আশায় ঈদের আমেজকে সঙ্গী করে অনেকেই ছুটে যান বিনোদনকেন্দ্রগুলোতে। শনিবার (১৬ই জুন) ঈদের দিন থেকেই রাজধানীর বিভিন্ন বিনোদনকেন্দ্রে বিনোদনপিয়াসীদের ভিড় লক্ষ্য করা গেছে। রাজধানীর শাহবাগের শিশুপার্কের প্রবেশপথ সহ এর আশপাশ এলাকায় গতকাল শিশু ও তাদের অভিভাবকদের ঢল নামে। শিশু পার্কের প্রতিটি রাইডে দীর্ঘ লাইন দেখা গেছে। শিশু ও তাদের অভিভাবকদের পদচারণায় মুখর ছিল শিশুপার্ক। বিভিন্ন রাইডে চড়ে ঈদের আনন্দ উপভোগ করেছে শিশুরা। পাশাপাশি তাদের অভিভাবকেরাও আনন্দ উপভোগ করেছেন। মিরপুরের চিড়িয়াখানায়ও ছিল বিভিন্ন বয়সী মানুষের ঢল। মতিঝিল ও গুলিস্তান থেকে মিরপুর চিড়িয়াখানা অভিমুখী বাসগুলোর চালক, সুপারভাইজার ও সহকারীদের গতকাল ব্যস্ত সময় পার করতে দেখা গেছে। রাজধানীর বিনোদনকেন্দ্রগুলোর মধ্যে অন্যতম দৃষ্টিনন্দন হাতিরঝিল। প্রতিটি ঈদের আনন্দে হাতিরঝিল বাড়তি মাত্রা যোগ করে। গতকাল সকাল থেকে গভীর রাত অবধি নগরবাসীর পদচারণায় মুখর হয়ে ওঠে হাতিরঝিল এলাকা। ঈদুল ফিতর উপলক্ষে হাতিরঝিলও সেজেছে নতুন সাজে। বিনোদনপ্রেমীরা প্রাণভরে উপভোগ করেছেন হাতিরঝিলের নানা সৌন্দর্য। রাজধানীর বাইরে থেকেও অনেকে হাতিরঝিলের সৌন্দর্য উপভোগ করতে আসেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এখানকার ভিড় কেবলই বেড়েছে। যানজট না থাকায় অনেকেই সন্ধ্যার পর নগরের বিভিন্ন ফ্লাইওভারেও আনন্দ উপভোগ করতে আসেন। অনেকে আনন্দ উপভোগ করতে যান নগরের বিভিন্ন সিনেমা হল ও সিনেপ্লেক্সে। এছাড়া সায়েদাবাদের ওয়ান্ডারল্যান্ড এবং ঢাকার অদূরে আশুলিয়ার ফ্যান্টাসি কিংডম, নন্দন পার্ক, সোনারগাঁয়ের লোক ও কারুশিল্প জাদুঘরে পরিবারের সদস্য ও স্বজনদের নিয়ে অনেকেই ঈদের আনন্দ উপভোগ করেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status