দেশ বিদেশ

এরশাদ-খালেদা জিয়া নির্বাচন করলে আমিও করবো: অর্থমন্ত্রী

অর্থনৈতিক রিপোর্টার

১৯ জুন ২০১৮, মঙ্গলবার, ৯:৩৭ পূর্বাহ্ন

এরশাদ বা বেগম খালেদা জিয়া প্রার্থী হলে নির্বাচনে অংশ নেয়ার বিষয়ে বিবেচনা করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। ঈদের পর প্রথম কর্মদিবসে মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারী, পাশাপাশি গণমাধ্যম কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি একথা বলেন। মুহিত বলেন, এখনো সেই অবস্থানে আছি, তবে দলের প্রয়োজনে আমি নির্বাচনে যাবো। আমি বলে এসেছি, আমি নির্বাচন করতে চাই না। কিন্তু পার্টির প্রয়োজনে অপজিশন পার্টিতে যদি প্রার্থী এরশাদ সাহেব হয়ে যান, খালেদা জিয়া হয়ে যান, তাহলে অব কোর্স আই উইল কনটেস্ট। প্রার্থী হিসেবে কার সঙ্গে বেশি প্রতিদ্বন্দ্বিতা হতে পারে- এ প্রশ্নে অর্থমন্ত্রী বলেন, ইট ইজ ডিফিকাল্ট টু সে। সিলেটে এরশাদ বিশেষভাবে পপুলার, কারণ ওনার সময় অনেক কিছু হয়েছে সিলেটে। আই থিংক হি ইজ মোর পপুলার দেন বেগম জিয়া। বেগম জিয়ার স্ট্যান্ড হলো ভিন্ন তিনি অপজিশন লিডার। এবার ঈদে নির্বাচনী আমেজ কেমন দেখলেন- জানতে চাইলে তিনি বলেন, নির্বাচনী হইচই তেমন কিছু নেই। আশা করছি, এবার শান্তিপূর্ণ নির্বাচন হবে, সবাই এতে অংশ নেবেন। এবার বিএনপি নির্বাচনে না গেলে ‘টিকে থাকতে পারবে না বলে মন্তব্য করেন মুহিত। আমি মনে করি, বিএনপির নীতিনির্ধারকরা ভালো করেই বোঝেন, ‘যত কিছুই তারা বলেন না কেন- এবার নির্বাচন না করলে এই পার্টি আর থাকবে না।’
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status