বিশ্বজমিন

জাপানে ভূমিকম্পে নিহত ৩

মানবজমিন ডেস্ক

১৯ জুন ২০১৮, মঙ্গলবার, ৯:২২ পূর্বাহ্ন

শক্তিশালী ভূমিকম্পে জাপানের ওসাকাতে একটি শিশুসহ কমপক্ষে তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে দুই শতাধিক। গতকাল এ জন্য ওই এলাকার সব বিমানবন্দর কয়েক ঘন্টার জন্য বন্ধ রাখা হয়েছিল। ট্রেন চলাচল বিঘ্নিত হয়েছে। কলকারখানায় উৎপাদন বন্ধ করে রাখা হয়। তবে কোনো সুনামি সতর্কতা দেয়া হয় নি। ওই এলাকায় স্থাপিত সব পারমাণবিক বিদ্যুতকেন্দ্র স্বাভাবিক গতিতে সচল ছিল। স্থানীয় সময় গতকাল সকাল আটটার আগেই এই ভূমিকম্প হয়। এ সময় স্কুলের দেয়াল ধসে পড়ে একটি ৯ বছর বয়সী শিশু কন্যার ওপর। এতে সে নিহত হয়। দেয়াল ধরে নিহত হয়েছেন একজন প্রবীণ। অন্যদিকে বাড়িতে বইয়ের শেলফের নিচে চাপা পড়ে নিহত হয়েছেন আরো একজন। ভূমিকম্পের সময় গভীর ঘুমে ছিলেন রিসার্চ সায়েন্টিস্ট আতশুশি ইয়োকোই। তিনি বসবাস করেন ইবরাকি-শি এলাকায়। ভূমিকম্পের উৎস ছিল এর কাছেই। ইয়োকোই বলেন, ভূমিকম্পে আমি জেগে উঠি। আমার মনে হচ্ছিল পাশ থেকে কেউ আমাকে খুব জোরে ধাক্কাচ্ছে। পাঁচ সেকেন্ডের মতো এমনটা মনে হয়েছে। এরপর বাইরে বেশির ভাগ গণপরিবহন ব্যবস্থা বিকল হয়ে পড়ে। তবে কিছু বাস চলাচল করছিল।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status