বিনোদন

ছোট পর্দার ঈদ আয়োজন

দর্শক প্রত্যাশা পূরণে চ্যানেলগুলোর জোরালো প্রয়াস

ফয়সাল রাব্বিকীন

১৯ জুন ২০১৮, মঙ্গলবার, ৯:১৪ পূর্বাহ্ন

আনন্দময় দিনে শাকিব খানের সাথে

ঈদ মানেই আনন্দ। আর সে আনন্দকে বাড়িয়ে দিতে নানা অনুষ্ঠানের আয়োজন থাকে ছোট পর্দায়। এবারো তার ব্যত্যয় ঘটেনি। অবশ্য ঈদ আর ফুটবল বিশ্বকাপ একই সময়ে হয়ে যাওয়ায় টেলিভিশনের ঈদ অনুষ্ঠান বাধাগ্রস্ত হয়েছে। অনেক দর্শক অনুষ্ঠান না দেখে ব্যস্ত রয়েছেন বিশ্বকাপ উপভোগে। অবশ্য এমনটা যে হবে তা আগে থেকেই টিভি চ্যানেলগুলো ধারণা করে তাদের ঈদ আয়োজনেও বিশ্বকাপ নির্ভর নানা অনুষ্ঠান অন্তর্ভুক্ত করেছে। আর সেসবসহ ঈদে অন্যান্য অনুষ্ঠান প্রচারে গত কয়েকদিন ধরে চ্যানেলগুলোর জোর প্রয়াসই লক্ষ্য করা গেছে। বেশ কয়েকটি চ্যানেল বিরতিহীন নাটক প্রচারে উদ্যোগী হলেও প্রতিবছরের মতো সার্বিক অনুষ্ঠান প্রচারে ঘন ঘন বিজ্ঞাপন প্রচার দর্শকদের মনে বিরক্তি তৈরি করেছে। এবার গত কয়েকদিনের ঈদ আয়োজনে ঈদের দিন বিটিভিতে ব্যতিক্রমী উপস্থাপনার ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দমেলা’ ছিল বেশ উপভোগ্য। বিভিন্ন অঙ্গনের তারকাদের অংশগ্রহণে অনুষ্ঠানটি দর্শকদের আনন্দ দিয়েছে। এবারো হানিফ সংকেতের গ্রন্থনা, পরিচালনা ও উপস্থাপনায় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ ছিল দর্শকপ্রিয়তার শীর্ষে। এ ছাড়াও বিটিভির শিশুতোষ অনুষ্ঠান ‘আলোর ফুল’, ‘তারকা ঈদ আলাপন’, ‘ঈদ আনন্দ বিচিত্রা’ অনুষ্ঠানগুলো প্রশংসিত হয়েছে। এটিএন বাংলায় ঈদের দিন নাটক ‘বিশ্বাসের নিশ্বাস নাই’ ছিল দর্শকপ্রিয়তায়। এর বাইরে নাটক ‘চুটকি ভাণ্ডার’, ‘প্ল্যাটফর্ম’, ইভা রহমানের একক সংগীতানুষ্ঠান ছিল প্রশংসিত। এ ছাড়া প্রতিদিনই নতুন আলোচিত সিনেমা প্রচার করছে চ্যানেলটি, যা দর্শকরা বেশ পছন্দ করছেন। চ্যানেল আইতে ছোট কাকু সিরিজ ‘না জেনে নারায়ণগঞ্জ’ দর্শকরা পছন্দ করেছে। ঈদের দ্বিতীয় দিন শাইখ সিরাজের উপস্থাপনা ও পরিচালনায় ‘কৃষকের ঈদ আনন্দ’ এবারো দর্শকদের অন্যরকম আনন্দ দিয়েছে। এর বাইরে টেলিছবি ‘রোদ্দুরে পেয়েছি তোমার নাম’ এবং ‘সুর সতীন’ ছিল দর্শকপ্রিয়তায়। ঈদের পরদিন একুশে টিভিতে প্রচারিত ‘ঈদ আনন্দ’ অনুষ্ঠানটি পছন্দ করেছে দর্শকরা। এর বাইরে প্রতিদিনই নতুন সব সিনেমা প্রচার করছে চ্যানেলটি, যা আলাদা একটি গ্রহণযোগ্যতা তৈরি করেছে ঈদ অনুষ্ঠানমালায়। এনটিভিতে নাটক ‘বিয়ে বিড়ম্বনা’, ধারাবাহিক ‘ব্রেইন ওয়াশ’, ‘দুলু বাবুর্চি’ এবং ‘কবির জন্য পাত্রী খোঁজা হচ্ছে’ দর্শকরা পছন্দ করেছে। আরটিভিতে ঈদ ধারাবাহিক ‘ফুটবল ফারুক’, ‘রিদম অফ ড্যান্স’ এবং ‘মিউজিক আর আড্ডা’ ছিল প্রশংসিত। বাংলাভিশনে ধারাবাহিক নাটক ‘ফ্যাটম্যান’, ‘ফেয়ার প্লে’, টেলিছবি ‘তোমাকেই খুঁজছি’ এবং শাকিব ও বুবলীর ‘আনন্দময় দিনে শাকিব খানের সাথে’ ছিল আলোচিত। ঈদের টেলিছবি ‘গুলনেহার’ এবং অঞ্জন দত্তের সাক্ষাৎকার অনুষ্ঠান ‘বেলা বোস তুমি পারছো কি শুনতে’ পছন্দ করেছেন দর্শকরা। এদিকে নিউজ ২৪ চ্যানেলে ঈদের দিন সেলিব্রেটি টক শো ‘উৎসবে আনন্দে’ ভিন্নরকম আনন্দ দিয়েছে দর্শকদের। এর বাইরে বৈশাখী টিভিতে নাটক ‘চশমা পরিবার’, দেশ টিভিতে ‘সুর আর গান’, চ্যানেল নাইনে টেলিছবি ‘এই শহরে কেউ নেই’, এস এ টিভিতে ছোটদের অনুষ্ঠান ‘লাল ফড়িং’, দুরন্ত টিভিতে নাটক ‘খাট্টামিঠা’ ছিল প্রশংসিত হয়েছে। আর মাছরাঙা টিভির বিশ্বকাপ বিশ্লেষণধর্মী অনুষ্ঠান ‘কিক অফ’ প্রচার চলছে বেশ ভিন্ন আমেজ নিয়ে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status