বিনোদন

বৈচিত্র্যে ভরপুর ‘কৃষকের ঈদ আনন্দ’

১৯ জুন ২০১৮, মঙ্গলবার, ৯:১১ পূর্বাহ্ন

চ্যানেল আইয়ের ‘কৃষকের ঈদ আনন্দ’ গতানুগতিকতার বাইরে বরাবরই একটি  ভিন্নধর্মী অনুষ্ঠান। এবারো এটি নির্মাণ হয়েছে অন্যরকম আয়োজনে। যা দর্শকদের দিয়েছে বৈচিত্র্যে ভরপুর আনন্দের ছোঁয়া। শাইখ সিরাজের পরিকল্পনা, উপস্থাপনা ও পরিচালনায় ঈদে টেলিভিশনের অন্যতম জনপ্রিয় এ অনুষ্ঠানটি এবার ধারণ করা হয়েছে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার খুঁটিগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে। চলনবিল এলাকায় কৃষি বৈচিত্র্যের সঙ্গে জড়িয়ে আছে লোকজ সংস্কৃতির বহুমাত্রিক উপকরণ। সেসব বেশ নান্দনিকভাবে তুলে ধরা হয়েছে এবারের আয়োজনে। গ্রামীণ সংস্কৃতির নানা ধারা ও কৃষকের যাপিত জীবনের গল্পের বুননে সমৃদ্ধ করার প্রচেষ্টা ছিল অনুষ্ঠানজুড়ে। প্রতিবারের মতো এবারো অনুষ্ঠানটিতে নতুন অনেক খেলা ও গল্পের সমাহার ছিল। বালিশ লড়াই, তৈলাক্ত কলাগাছে ওঠা, পাওয়ার টিলার রেসের পাশাপাশি মামা-ভাগ্নের অবাক দৌড়, বর সাজবে বৌয়ের হাতে, চাড়ি বাইচ, বল গড়িয়ে কোথায় যায় দৌড়ে ধরি তিন জনায় নামের বিচিত্র এসব খেলা দারুণ আনন্দ দিয়েছে দর্শকদের। এছাড়া দেশ-বিদেশের কৃষি ও কৃষককে নিয়ে অনুষ্ঠানের প্রতিবেদনগুলো ছিল বেশ তথ্যনির্ভর এবং উপভোগ্য। সবমিলিয়ে চমৎকার একটি অনুষ্ঠান উপহার দেয়ায় ‘কৃষকের ঈদ আনন্দ’-এর নির্মাতা ও উপস্থাপক শাইখ সিরাজ ব্যাপক ধন্যবাদের দাবিদার।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status