অনলাইন

গাজীপুর সিটি নির্বাচনে প্রচারণা শুরু আজ থেকে

অনলাইন ডেস্ক

১৮ জুন ২০১৮, সোমবার, ১২:০৯ অপরাহ্ন

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের প্রচারণা শুরু হচ্ছে আজ থেকে। নির্বাচনে  ভোটগ্রহণ হবে ২৬শে জুন। গত ১৫ই মে এই ভোটগ্রহণের কথা ছিল। হাইকোর্টের আদেশে প্রথমে ভোট আটকে যাওয়া এবং পরে আপিল বিভাগ সেটি প্রত্যাহার করে নেন। নতুন করে ২৬শে জুন এ ভোট হওয়ার দিন ধার্য করা হয়েছে। গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে ৭, সাধারণ কাউন্সিলর পদে ২৫৪ ও ৮৪ জন সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রধান দুই মেয়র প্রার্থী বিএনপিদলীয় মেয়র পদপ্রার্থী হাসান উদ্দিন সরকার, আওয়ামী লীগদলীয় মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর আলমসহ অপর প্রার্থীরা জনসংযোগ শুরু করেছেন। মেয়র পদে অন্য প্রার্থীরা হলেন ইসলামী ঐক্য জোটের ফজলুর রহমান (মিনার), ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. নাসির উদ্দিন (হাতপাখা), বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মো. জালাল উদ্দিন (মোমবাতি), বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কাজী মো. রুহুল আমিন (কাস্তে) ও স্বতন্ত্র প্রার্থী ফরিদ আহমদ (টেবিল ঘড়ি) প্রতীক।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status