বিশ্বজমিন

বাংলাদেশী বংশোদ্ভূত নওরোজের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ গঠন অস্ট্রেলিয়ায়

মানবজমিন ডেস্ক

১৭ জুন ২০১৮, রবিবার, ১১:১৯ পূর্বাহ্ন

বাংলাদেশী বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান নওরোজ আমিনের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেছে অস্ট্রেলিয়ার ফেডারেল পুলিশ। সন্ত্রাসবাদের ষড়যন্ত্র করার অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। ২০১৬ সে বাংলাদেশে আসার পরিকল্পনা করেছিল। এ সময়ই তাকে আটকে দেয় অস্ট্রেলিয়া কর্তৃপক্ষ। পুলিশ তখন অভিযোগ করে, তার লাগেজ তল্লাশি করে সন্দেহজনক জিনিসপত্র পায়। রোববার তাকে আদালতে হাজির করা হলে সে জামিন আবেদন করে নি। ফলে সন্ত্রাসের অভিযোগে অভিযুক্ত ২৬ বছর বয়সী নওরোজ আমিন নিরাপত্তা হেফাজতে রয়েছে। এ খবর দিয়েছে বিবিসি ও এসবিএস। এতে বলা হয়েছে, নওরোজ সংঘাত কবলিত বিেেদশী কোনো জোনে সফর করার চেষ্টা করছিল। সম্ভবত হতে পারে তা বাংলাদেশ। রোববার আদালতে বলা হয়েছে, সে সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত হতে চেয়েছিল। ওদিকে বার্তা সংস্থা এএফপি বলছে, দেশটির সন্ত্রাস বিরোধী স্কোয়াড ইঙ্গলেবার্নের বাড়িতে তল্লাশি চালিয়েছে শনিবার সকালে। তবে সেখান থেকে কি উদ্ধার করা হয়েছে সে সম্পর্কে বিস্তারিত বলা হয় নি। আদালতের ডকুমেন্টে দেখা যায়, নওরোজ ২০১৫ সালের সেপ্টেম্বর থেকে ২০১৬ সালের ফেব্রুয়ারির মধ্যে সন্ত্রাসী হামলা চালানোর জন্য প্রস্তুতি নিচ্ছিল ও পরিকল্পনা করছিল। বার্তা সংস্থা এএফপি অস্ট্রেলিয়ার ফেডারেল পুলিশকে উদ্ধৃত করে বলছে, যেসব জিনিসপত্র তার লাগেজে পাওয়া গিয়েছিল তাতে ইঙ্গিত পাওয়া যায় যে সন্ত্রাসবাদের প্রতি তার সমর্থন ছিল। পুলিশ অভিযোগ করছে, নওরোজ আমিন বাংলাদেশে যাওয়ার চেষ্টা করছিলেন এমন সব লোকজনের সঙ্গে দেখা করতে, যারা তার মতো একই ধরণের আদর্শে বিশ্বাসী। এরপর তারা অস্ট্রেলিয়ার বাইরে সম্ভবত একটি সন্ত্রাসী হামলা চালানোর কথা ভাবছিল। অস্ট্রেলিয়ার পুলিশ তার বিরুদ্ধে তিনটি অভিযোগ এনেছে। এর মধ্যে একটি বিদেশি রাষ্ট্রের সীমানায় গিয়ে বৈরি কাজে লিপ্ত হওয়ার অভিযোগও আছে। এসব অভিযোগে তার যাবজ্জীবন সাজা পর্যন্ত হতে পারে। অস্ট্রেলিয়ায় বেড়ে ওঠা লোকজনের মধ্যে সন্ত্রাসবাদী আদর্শের বিস্তার নিয়ে সম্প্রতি বেশি উদ্বেগ তৈরি হয়েছে। এরকম অনেকে ইসলামিক স্টেটে যোগ দিয়ে মধ্যপ্রাচ্যে গিয়ে তাদের পক্ষে লড়াইও করেছে। ২০১৪ সালে অস্ট্রেলিয়ায় সন্ত্রাসবাদ-বিরোধী আইনে ব্যাপক পরিবর্তন আনা হয়, যাতে করে সন্দেহভাজন জিহাদির বিদেশ ভ্রমণ আটকে দেয়া যায়।
কে এই নওরোজ আমিন
নওরোজ আমিন সম্পর্কে খুব বেশি তথ্য এখনো জানা যায় নি। অস্ট্রেলিয়ার সিডনি মর্নিং হেরাল্ড পত্রিকা জানাচ্ছে, সে অস্ট্রেলিয়ার নাগরিক। ওসখানকার ইঙ্গেলবার্নে বসবাস তার। ২০১৭ সালের অক্টোবরের প্রথম সপ্তাহে বাংলাদেশের র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সাদিয়া আমিন নামে তিরিশ বছরের এক তরুণীকে গ্রেফতার করে। র‌্যাবের ভাষ্য অনুযায়ী, এই সাদিয়া আমিন একটি নিষিদ্ধ জঙ্গী গোষ্ঠী জামাতুল মুজাহেদিন বাংলাদেশের (জেএমবি) সদস্য এবং অস্ট্রেলিয়া নিবাসী নওরোজ আমিনের স্ত্রী। র‌্যাব আরও মনে করে, নওরোজ আমিনই আসলে সাদিয়াকে জঙ্গীবাদে দীক্ষা দেয়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status