বিশ্বজমিন

ভেনেজুয়েলার নাইটক্লাবে পদদলন, শ্বাসরোধে নিহত ১৭

অনলাইন ডেস্ক

১৭ জুন ২০১৮, রবিবার, ১:০৬ পূর্বাহ্ন

ভেনেজুয়েলার কারাকাস শহরের একটি নাইটক্লাবে পদদলিত হয়ে ও শ্বাসরোধে কমপক্ষে ১৭ জন নিহত হয়েছে। এক ব্যক্তি টিয়ারগ্যাসের ক্যানিস্টার বিস্ফোরণ ঘটানোর পর এ প্রাণহানির ঘটনা ঘটে। নিহতদের মধ্যে কমপক্ষে ৮ জন অপ্রাপ্তবয়স্ক। কর্তৃপক্ষের বরাত দিয়ে এ খবর দিয়েছে সিএনএন। দেশটির পুলিশ বাহিনীর প্রাথমিক রিপোর্ট মোতাবেক নিহতদের কমপক্ষে ১১জনই মারা গেছে শ্বাসরোধ হয়ে। আহত হয়েছে ৫ জনন যার মধ্যে দু’জন অপ্রাপ্তবয়স্ক।   

ভেনেজুয়েলার স্বরাষ্ট্র ও আইন বিষয়ক মন্ত্রী নেস্টর রেভেরল বলেন, ‘প্রি-গ্র্যাজুয়েশন’ উপলক্ষে শিক্ষার্থীরা পার্টি আয়োজন করেছিল। সেখানে আনুমানিক ৫শ শিক্ষার্থী উপস্থিত ছিল।

তিনি জানান, পার্টিতে কয়েকজন বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে তাদের মধ্যে একজন টিয়ারগ্যাসের ক্যানিস্টার বিস্ফোরণ ঘটায়। পরে সবাই আতঙ্কিত হয়ে ছুটাছুটি শুরু করলে পদদলিত হয়ে প্রাণহানির ঘটনা ঘটে। জড়িত সন্দেহে অপ্রাপ্তবয়স্ক দু’জন সহ মোট ৭ জনকে আটক করা হয়েছে বলে জানান মন্ত্রী নেস্টর রেভেরল।

কর্তৃপক্ষ তদন্ত শুরু করে ক্লাবটি বন্ধের নির্দেশ দিয়েছে। এছাড়া, এমন পরিস্থিতি প্রতিহত করার ব্যবস্থা নিতে ব্যর্থতার কারণে ক্লাবটির মালিককে গ্রেপ্তার করা হয়েছে।      

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status