ক্রিকেট বিশ্বকাপ-২০১৯

মেসির পেনাল্টি মিসে আর্জেন্টিনার হতাশার শুরু

বিশ্বকাপ ডেস্ক

১৬ জুন ২০১৮, শনিবার, ৮:০৩ পূর্বাহ্ন

১-১ সমতায় পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়তে হলো আর্জেন্টিনাকে। পেনাল্টি থেকে দ্বিতীয় গোলের সহজ সুযোগ মিস করেন মেসি। সেটাই কাল হলো আর্জেন্টিনার। এরপর বার বার আক্রমণ শানিয়েও আইসল্যান্ডের রক্ষণব্যুহ ভেদ করতে পারেন নি সাম্পাওলি শিষ্যরা। প্রথমার্ধে আগুয়েরোর দুর্দান্ত গোলে ১৯ মিনিটে এগিয়ে যায় আর্জেন্টিনা। ৪ মিনিট পরই আইসল্যান্ডের ফিনবোগাসোন গোল করে সমতা আনেন। এরপর শেষ বাশি বাজা পর্যন্ত আর্জেন্টিনাকে আটকে রাখতে সমর্থ হয় আইসল্যান্ড। মেসির পেনাল্টি ছাড়াও দারুন কিছু সেভ করেছেন আইসল্যান্ডের গোলরক্ষক হ্যানেস থর হলডরসন।

 মেসিবাহিনীকে রুখে দেয়াটা বিশ্বকাপে প্রথমবারের মতো খেলার সুযোগ পাওয়া আইসল্যান্ডের জন্য জয়ের থেকে কোন অংশ কম নয়। গোলের জন্য মরিয়া আর্জেন্টাইনদের আটকে রাখতে তাদের রক্ষণাত্মক কৌশল প্রশংসা কুড়াচ্ছে।

 আর্জেন্টিনার পরবর্তী খেলা আগামী বৃহস্পতিবার ক্রোয়েশিয়ার বিপক্ষে। এর পরদিন আইসল্যান্ড মুখোমুখি হবে নাইজেরিয়ার।

 বিশ্বকাপ আসরে ১৯৯০ এর পর এবারই প্রথম নিজেদের প্রথম খেলায় জিততে ব্যর্থ হলো আর্জেন্টিনা। সেবার ক্যামেরনের কাছে হেরে বসে তারা। ওই আসরে আর্জেন্টিনা শেষমেষ ফাইনালে উঠতে পেরেছিল। তবে জার্মানির কাছে হেরে যান ম্যারাডোনা বাহিনী। সেটা ছিল ম্যারাডোনার সর্বশেষ বিশ্বকাপ।

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status