দেশ বিদেশ

ঈদ জামাত ঘিরে ব্যাপক নিরাপত্তা

স্টাফ রিপোর্টার

১৫ জুন ২০১৮, শুক্রবার, ৯:৪৮ পূর্বাহ্ন

সন্ধ্যায় দেশের আকাশে চাঁদ দেখা গেলেই কাল শনিবার ঈদ। মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। রমজানে এক মাসের সিয়াম সাধনা শেষে এরই মধ্যে স্বজনদের সঙ্গে আনন্দের ঈদ উদযাপন করতে নাড়ির টানে বাড়ি ফিরেছেন ঢাকাসহ বিভাগীয় ও জেলা শহরে কর্মরত অধিকাংশ মানুষ। ঈদের আনন্দে আত্মীয়স্বজন ও পাড়াপ্রতিবেশীর সঙ্গে মিলিত হবেন ঈদের জামাতে। আজ শুক্রবার শাওয়ালের চাঁদ দেখা না গেলে ঈদ অনুষ্ঠিত হবে আগামী পরশু রোববার। এরই মধ্যে রাজধানী ঢাকার জাতীয় ও দেশের বৃহত্তম শোলাকিয়া ঈদ জামাতসহ দেশের বড় ঈদগাহগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। একই সঙ্গে বিভাগীয় ও জেলা শহরের যেসব মসজিদে বৃহত্তর ঈদ জামাত অনুষ্ঠিত হবে সেখানেও নিরাপত্তা জোরদার করা হয়েছে।
রাজধানী ঢাকার জাতীয় ঈদগাহ ময়দানে দু’স্তরের তল্লাশি ও কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কেবল জায়নামাজ ও ছাতা ছাড়া আর কিছু মুসল্লিদের সঙ্গে নিতে দেয়া হবে না। সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহ ময়দানে এবং ৯টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের জামাত অনুষ্ঠিত হওয়ার সময় নির্ধারণ করা হয়েছে। অপর দিকে কিশোরগঞ্জের শোলাকিয়ায় ব্যাপক নিরাপত্তার মধ্যে দেশের বৃহত্তম ঈদ জামাত অনুষ্ঠিত হবে সকাল ১০টায়।
রাজধানীতে গতকাল বৃহস্পতিবারই জাতীয় ঈদগাহ ময়দানে ঈদ জামাতের প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়। এই ঈদগাহে প্রায় এক লাখ মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থার প্রস্তুতি রয়েছে। এর মধ্যে অন্তত ৫ সহস্রাধিক নারী মুসল্লির জন্যও প্রস্তুত হচ্ছে নামাজের স্থান। বৃষ্টির সম্ভাবনা থাকায় বিশাল সামিয়ানার উপরে টানানো হয়েছে পানিরোধী ত্রিপল। সামিয়ানার নিচে ফ্যান, টানানো হয় মাইক। কিছুটা পর পর বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। প্রস্তুতি চলছিল নিচে বসানোর চাদর প্রস্তুতের কাজ। দুটি প্রবেশ পথে বসবে আর্চওয়ে। সেখানে প্রেসিডেন্ট অ্যাডভোকেট আবদুল হামিদসহ মন্ত্রী, এমপি, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সর্বস্তরের মানুষের ঈদের নামাজ আদায়ের কথা রয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে জাতীয় ঈদগাহের নিরাপত্তা ব্যবস্থা ও কাউন্টার টেররিজম ইউনিটের ডগ স্কোয়াডের মহড়া পরিদর্শন করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া। এ সময় তিনি সবাইকে ঈদের আগাম শুভেচ্ছা জানিয়ে বলেন, জাতীয় ঈদগাহে নামাজের সময় এবার মুসল্লিরা শুধু জায়নামাজ ও ছাতা সঙ্গে নিতে পারবেন। নিরাপত্তার স্বার্থে অন্য কিছু যেমন, ব্যাগ, ছুরি-কাঁচি, মোবাইল, দাহ্য পদার্থ নিয়ে ঈদগাহে প্রবেশ করতে পারবেন না। গতকাল সকালে জাতীয় ঈদগাহ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান। জাতীয় ঈদগাহে নিরাপত্তার দায়িত্বপালনকারী পুলিশ সদস্যদের তখন জামাতে নামাজ আদায় করতেও তিনি নিরুৎসাহিত করেন। এ সময় তিনি আরো বলেন, ঈদগাহে প্রবেশের সময় কয়েকটি পয়েন্টে মুসল্লিদের তল্লাশি করা হবে। কেউ কোনো ধরনের ব্যাগ, ছুরি-কাঁচি, মোবাইল, দাহ্য পদার্থ নিয়ে ঈদগাহে প্রবেশ করতে পারবেন না। শুধুমাত্র জায়নামাজ এবং বৃষ্টি থাকলে ছাতা ছাড়া অন্য কিছু সঙ্গে বহন করা যাবে না। পুলিশ চাইলে জায়নামাজ এবং ছাতাও খুলে দেখাতে হবে। পুলিশ সদস্যদের উদ্দেশে তিনি বলেন, ঈদগাহে পুলিশের যেসব সদস্য আগত মুসল্লিদের নিরাপত্তায় নিয়োজিত থাকবেন তারা একই জামাতে নামাজ আদায় করবেন না। আপনাদের জন্য বেলা ১১টায় আলাদা ঈদ জামাতের ব্যবস্থা করা হয়েছে।
তিনি আরো বলেন, ঈদ উপলক্ষে নগরজুড়ে নিরবচ্ছিন্ন-সমন্বিতভাবে কঠোর নিরাপত্তা ব্যবস্থা হাতে নেয়া হয়েছে। জাতীয় ঈদগাহ, বায়তুল মোকাররম মসজিদসহ বিভিন্ন মসজিদের ঈদ জামাতকে ঘিরে পোশাকধারী পুলিশের পাশাপাশি বিপুল সংখ্যক সাদা পোশাকের পুলিশ সদস্য মোতায়েন থাকবে। জাতীয় ঈদগাহের পুরো এলাকা সিসিটিভির আওতায় থাকবে। চারদিকে ব্যারিকেড দিয়ে নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলা হবে। জাতীয় ঈদগাহে প্রবেশের সময় মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশির পর মুসল্লিদের আর্চওয়ের ভেতর দিয়ে যেতে হবে। মূল গেট দিয়ে প্রবেশের সময় তাদেরকে আবারও তল্লাশি করা হবে।
ঈদগাহের নিরাপত্তায় আমাদের সোয়াট, বোমা নিষ্ক্রিয়কারী দল ও ডগ স্কোয়াড প্রস্তুত থাকবে। পুলিশের বিশেষায়িত সব শাখাগুলোর কর্মকর্তারা সার্বক্ষণিক কাজ করবেন এবং সিসিটিভির মাধ্যমে পুরো এলাকায় সার্বক্ষণিক নজরদারিতে থাকবে। ঈদগাহে প্রবেশের গেটগুলোতে তল্লাশির সময় পুলিশ সদস্যদের সহযোগিতা করার জন্য মুসল্লিদের প্রতি অনুরোধও জানান তিনি। ডিএমপি কমিশনার আরো বলেন, ঈদে বিপুল সংখ্যক মানুষ ঢাকা ছাড়বেন। ফাঁকা ঢাকার নিরাপত্তায় অফিস, শপিংমলগুলোতে বাড়তি নজরদারি থাকবে। প্রত্যেক এলাকার চেকপোস্টগুলোতে তল্লাশি বাড়ানো হবে এবং এলাকাভিত্তিক সিকিউরিটি গার্ডদের সমন্বয়ে নিরাপত্তা ব্যবস্থা সাজানো হবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ঈদে নিরাপত্তায় সুস্পষ্ট কোনো হুমকি নেই। তারপরেও ২০১৬ সালে শোলাকিয়া ময়দানে হামলা চেষ্টা ও বৈশ্বিক প্রেক্ষাপট বিবেচনায় নিরাপত্তা ব্যবস্থা সাজানো হয়েছে।
এছাড়া রাজধানী ঢাকায় অন্তত অর্ধ সহস্র ঈদ জামাত অনুষ্ঠিত হতে পারে বলে জানা গেছে। সকাল ৭টা থেকে শুরু করে বেলা ১১টা পর্যন্ত বিভিন্ন ঈদগাহ ও মসজিদে এক বা একাধিক জামাতে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status