দেশ বিদেশ

ঈদের দিনও রাস্তায় থাকবেন নন এমপিও শিক্ষকরা

স্টাফ রিপোর্টার

১৫ জুন ২০১৮, শুক্রবার, ৯:৩৭ পূর্বাহ্ন

শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে আন্দোলনরত শিক্ষকরা ঢাকার রাজপথে এবারের ঈদ কাটাবেন। পবিত্র ঈদুল ফিতরের নামাজ জাতীয় প্রেস ক্লাবের রাস্তায় আদায় করবেন তারা। পরে ওইদিন শিক্ষকরা না খেয়ে (বুখা) মিছিল নিয়ে রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরবেন। বিষয়টি নিশ্চিত করে নন এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ মাহমদুন্নবী ডলার মানবজমিনকে বলেন, আমরা প্রাথমিকভাবে এ সিদ্ধান্ত নিয়েছি ঈদের নামাজ প্রেস ক্লাবের সামনের রাস্তায় আদায় করব। এরপর ওইদিন না খেয়ে বিভিন্ন সড়কে ভুখা মিছিল করা হবে। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নজরে আনতে চাই। এদিকে পূর্বঘোষিত কর্মসূচরি অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে অংশ নেন নন এমপিও শিক্ষক-কর্মচারীরা। এ সময় প্রেস ক্লাবের সামনের রাস্তায় বসতে চাইলে প্রথমে পুলিশ তাদের বাধা দেয়। পরে শিক্ষকরা রাস্তার উল্টো পাশেই অবস্থান নেন এবং সেখানে তারা জড়ো হয়ে বিভিন্ন সেøাগান দিতে থাকেন। সেখানে দিনভর পুলিশ তাদের ঘিরে রাখে বলে জানিয়েছেন ফেডারেশনের সাধারণ সম্পাদক অধ্যক্ষ ড. বিনয় ভূষণ রায়। তিনি বলেন, শিক্ষকরা রোজার মধ্যে অনেক কষ্ট করে কর্মসূচি চালিয়ে যাচ্ছে। প্রেস ক্লাবের রাস্তায় গাছের ছায়া থাকলেও সেখানে আমাদের বসতে দেয়া হয়নি। পরে বাধ্য হয়ে রোদের মধ্যেই বসেছিলাম। আজকেও তাদের একই কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান তিনি। শিক্ষকরা জানান, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বুধবার সকাল সাড়ে ১১টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এমপিওর দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি শুরু করে। কিছুক্ষণ পর পুলিশ এসে শিক্ষকদের এখান থেকে সরে যেতে বলে।
ফেডারেশনের সভাপতি বলেন, আমরা নেতৃবৃন্দরা এখানে ইপ্তার করেছি। আজ শুক্রবারও একই সময়ে প্রেস ক্লাবের সামনে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালিত হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে। এমপিওর দাবিতে গতকাল বৃহস্পতিবার ৫ম দিনে সকাল ১০টা থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করতে থাকে ননএমপিও শিক্ষক-কর্মচারীরা। এমপিওভুক্তির দাবিতে নন এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা গত বছরের ২৬শে ডিসেম্বর থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার কর্মসূচি শুরু করেন।



   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status