খেলা

মুসলিম নেতার সঙ্গে দেখা করে ঝামেলায় সালাহ

স্পোর্টস ডেস্ক

১৪ জুন ২০১৮, বৃহস্পতিবার, ১০:৪৮ পূর্বাহ্ন

এবার অন্য আলোচনায় মোহাম্মদ সালাহ্‌। চেচনিয়ার নেতা রমজান কাদিরভের সঙ্গে দেখা করে সমালোচনার মুখে মিশরীয় এ ফুটবল তারকা। রমজান কাদিরভের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন ও বিচারবহির্ভূত হত্যার অভিযোগ রয়েছে। আর সমালোচকদের শঙ্কা, এই মুহূর্তে মুসলিম বিশ্বের জনপ্রিয়তম ফুটবলার মোহাম্মদ সালাহ্‌র সঙ্গে সাক্ষাতের ছবিটা নিজের জনপ্রিয়তা প্রমাণের লক্ষ্যে ব্যবহার করতে পারেন কাদিরভ। রাশিয়ায় মিশরের বেস ক্যাম্প চেচনিয়ার রাজধানী গ্রোজনিতে। কট্টরপন্থি অঞ্চলে দলের বেস ক্যাম্প করা নিয়ে মিশর ও ফিফার সমালোচনা হচ্ছে গত ফেব্রুয়ারি থেকেই। এর মধ্যে সালাহ্‌র ঘটনাটি এমন সমালোচনা উসকে দিয়েছে। গত রোববার মোহাম্মদ সালাহ্‌ দেখা করেন চেচনিয়ার নেতা রমজান কাদিরভের সঙ্গে। কাদিরভের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন ও বিচারবহির্ভূত হত্যার অনেক অভিযোগ আছে। কাদিরভের সঙ্গে সালাহ্‌র দেখা হওয়ার নেপথ্যের গল্পটাও অন্য রকম। গ্রোজনিভিত্তিক সংবাদমাধ্যম জানায়, গত রোববার সালাহ্‌ হোটেলে নিজের কক্ষে বিশ্রাম নিচ্ছিলেন। এমন সময় তার কাছে খবর আসে, হোটেলের লবিতে খুব গুরুত্বপূর্ণ কেউ একজন তার জন্য অপেক্ষা করছেন। নিচে নামার পর সালাহ্‌র সঙ্গে দেখা হয় কাদিরভের। চেচেন নেতা সালাহ্‌কে অনুরোধ করেন তার সঙ্গে গাড়িতে করে মিশর দলের অনুশীলন যে স্টেডিয়ামে হচ্ছে, সেখানে যেতে। স্টেডিয়ামটা আবার কাদিরভের বাবার নামেই!
রাশিয়া থেকে আলাদা হতে চাওয়া চেচনিয়া নব্বইয়ের দশকে দু’বার যুদ্ধে জড়িয়ে পড়েছিল। ২০০৪ সালে সেই চেচনিয়ার দায়িত্ব নেয়ার পর অতিরক্ষণাত্মক নিয়মকানুন জারি করেন কাদিরভ। তার বিরুদ্ধে ওঠা আওয়াজ বন্ধ করতে সামরিক বাহিনীকেও ব্যবহারের অভিযোগ আছে। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের ইউরোপ ও মধ্য এশিয়ার উপ-পরিচালক র?্যাচেল ডেনবার বলেন, ‘চেচনিয়ায় একটা দলের বিশ্বকাপ ক্যাম্পকে নিজের ভাবমূর্তি বাড়াতে ব্যবহার করছে কাদিরভ। এটা শতভাগ অনুমিতই ছিল।’ সদ্য শেষ হওয়া মৌসুমে লিভারপুলের জার্সি গায়ে ৫২ ম্যাচে ৪৪ গোল করেন মোহাম্মদ সালাহ্‌। রেকর্ডগড়া ৩২ গোল নিয়ে সালাহ্‌ জেতেন ইংলিশ প্রিমিয়ার লীগের গোল্ডেন বুট পুরস্কার। বিশ্বকাপে মোহাম্মদ সালাহ্‌র ফিটনেস নিয়ে সংশয় এখনো কাটেনি। যদিও দু’দিন আগে আগে সালাহ্‌ বলেন, আসরে উরুগুয়ের বিপক্ষে আগামী ১৫ই জুন মিশরের প্রথম ম্যাচেই খেলবেন তিনি। তবে ইউরোপের সংবাদমাধ্যম জানায়, দলের সঙ্গে থাকলেও অনুশীলনে যোগ দেয়ার মতো অবস্থায়ই পৌঁছাতে পারেননি কাঁধের চোটের সঙ্গে লড়তে থাকা সালাহ্‌।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status