ইংল্যান্ড থেকে

বিশ্বকাপে বেশি বেতনের ১০ খেলোয়াড়

শাহনেওয়াজ বাবলু

১৪ জুন ২০১৮, বৃহস্পতিবার, ১০:৪৭ পূর্বাহ্ন

আর এক দিন পর রাশিয়ায় পর্দা উঠছে ২১তম বিশ্বকাপ ফুটবল আসর। বিশ্বসেরা দল ও ফুটবলারদের পদচারণায় মুখরিত এখন রাশিয়া। এবারের আসরে মাঠ মাতাবেন বিশ্বের নামিদামি খেলোয়াড়রা। আসুন, টুর্নামেন্ট শুরুর আগে জেনে নেয়া যাক বিশ্বকাপে অংশ নেয়া বেশি আয়ের ১০ খেলোয়াড়কে।
লিওনেল মেসি
এবারের বিশ্বকাপে অংশ নেয়া সবচেয়ে বেশি বেতনের খেলোয়াড় আর্জেন্টিনার ফরোয়ার্ড লিওনেল মেসি। স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার এই প্রাণভোমরার সাপ্তাহিক বেতন ৫ লাখ পাউন্ড। ২০০৫-এ আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে অভিষেকের পর এ পর্যন্ত ১২৪ ম্যাচে ৬৪ গোল করেন মেসি। এবারের মৌসুমে স্প্যানিশ ক্লাব বার্সেলোনার হয়ে দুর্দান্ত নৈপুণ্য দেখান তিনি। কাতালানদের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৭ ম্যাচে ৪৫ গোল করেন মেসি।
নেইমার (ব্রাজিল)
মেসির পরই রয়েছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার। ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইতে (পিএসজি) নেইমারের সাপ্তাহিক বেতন ৪ লাখ ৪৫ হাজার পাউন্ড। রাশিয়ায় ব্রাজিলিয়ানদের ‘হেক্সা’ মিশনের প্রধান সারথি ২৬ বছর বয়সী নেইমার। এটি তার দ্বিতীয় বিশ্বকাপ। ২০১০-এ ব্রাজিল জাতীয় দলের হয়ে অভিষেকের পর ৮৫ ম্যাচে ৫ গোল করেন নেইমার। এবারের মৌসুমে শুরুতে ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি) হয়ে সেরা পারফর্ম করেন তিনি। গত ফেব্রুয়ারিতে চোট পাওয়ার আগে পিএসজির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ২০ ম্যাচে ১৯ গোল করেন নেইমার।
ক্রিস্টিয়ানো রোনালদো (পর্তুগাল)
পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো রয়েছেন এ তালিকায় তিন নম্বরে। স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদে ৩৩ বছর বয়সী রোনালদোর সাপ্তাহিক বেতন ৩ লাখ ৬৫ হাজার পাউন্ড। যদিও শোনা যাচ্ছে এ বেতনে সন্তুষ্ট নন তিনি। ২০০৩-এ পর্তুগাল জাতীয় দলের হয়ে অভিষেকের পর এ পর্যন্ত ১৫০ ম্যাচে ৮১ গোল করেন রোনালদো। আর এবারের মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে ৪৪ ম্যাচে ৪৪ গোল করেন এ ফরোয়ার্ড।
মেসুত ওজিল (জার্মানি)
জার্মানির মেসুত ওজিল খেলেন ইংলিশ ক্লাব আর্সেনালের হয়ে। ইংলিশ এই ক্লাবটিতে ২৯ বছর বয়সী ওজিলের সাপ্তাহিক বেতন ৩ লাখ পাউন্ড। ২০০৯-এ জার্মান জাতীয় দলের হয়ে অভিষেকের পর ৯০ ম্যাচে ২৩ গোল করেন ওজিল। এবারের মৌসুমে আর্সেনালের হয়ে ৩৫ ম্যাচে ৫ গোল করেন এ মিডফিল্ডার।
লুইস সুয়ারেজ (উরুগুয়ে)
বার্সেলোনায় উরুগুইয়ান ফরোয়ার্ড লুইস সুয়ারেজের সাপ্তাহিক বেতন ২ লাখ ৯০ হাজার পাউন্ড। ২০০৭-এ উরুগুয়ে জাতীয় দলের হয়ে অভিষেকের পর ৯৪ ম্যাচে সর্বাধিক ৫১ গোল করেন সুয়ারেজ। এবারের মৌসুমে বার্সেলোনার হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫১ ম্যাচে ৩১ গোল করেন তিনি।
পল পগবা (ফ্রান্স)

ম্যানচেস্টার ইউনাইটেডে ফরাসি মিডফিল্ডার পল পগবার সাপ্তাহিক বেতন ২ লাখ ৯০ হাজার পাউন্ড। ২০১৩ তে ফ্রান্স জাতীয় দলের হয়ে অভিষেক হয় পল পগবার। এ পর্যন্ত ফরাসি জাতীয় দলের জার্সি গায়ে ৫৪ ম্যাচে ৯ গোল করেন তিনি। ম্যানইউর হয়ে এবারের মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৭ ম্যাচে ৬ গোল করেন পগবা।
কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স)
সেরা আয়ের তালিকায় ৭ নম্বরে রয়েছেন ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে। পিএসজিতে ১৯ বছর বয়সী এই তরুণের সাপ্তাহিক বেতন ২ লাখ ৬২ হাজার পাউন্ড। গত বছর ফ্রান্স জাতীয় দলের হয়ে অভিষেকের পর ১৫ ম্যাচে ৪ গোল করে এমবাপ্পে। আর স্বদেশি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) হয়ে এবারের মৌসুমে ৪৪ ম্যাচে ৩১ গোল করেন এ ফরোয়ার্ড।
রোমেলু লুকাকু (বেলজিয়াম)
তালিকায় ৮ নম্বরে রয়েছেন বেলজিয়ামের রোমেরু লুকাকু। ম্যানচেস্টার ইউনাইটেডে ২৫ বছর বয়সী এই স্ট্রাইকারের সাপ্তাহিক বেতন ২ লাখ ৫০ হাজার পাউন্ড। ২০১০-এ বেলজিয়াম জাতীয় দলের হয়ে অভিষেকের পর ৬৮ ম্যাচে ৩৪ গোল করেন তিনি। এবারের মৌসুমে ম্যানইউর হয়ে ৫১ ম্যাচে ২৭ গোল করেন লুকাকু।
ফিলিপ্পে কুটিনহো (ব্রাজিল)
বার্সেলোনার ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফিলিপ্পে কুটিনহো এ তালিকায় রয়েছেন ৯ নম্বরে। কাতালান ক্লাবটিতে তার সাপ্তাহিক বেতন ২ লাখ ৪০ হাজার পাউন্ড। ২০১০-এ ব্রাজিল জাতীয় দলের হয়ে অভিষেক হলেও এ পর্যন্ত মাত্র ৩৬ ম্যাচ খেলেন তিনি। এর মধ্যে গোল করেছেন ১০টি। চলতি বছরের জানুয়ারিতে ইংলিশ ক্লাব লিভারপুল ছেড়ে বার্সেলোনায় যোগ দেন কুটিনহো।
ডেভিড সিলভা (স্পেন)
ম্যানচেস্টার সিটির স্প্যানিয়ার্ড মিডফিল্ডার ডেভিড সিলভার সাপ্তাহিক বেতন ২ লাখ ২০ হাজার পাউন্ড। ২০০৬-এ স্পেনের হয়ে অভিষেক হয় তার। এ পর্যন্ত জাতীয় দলের জার্সি গায়ে ১২১ ম্যাচে ৩৫ গোল করেন তিনি। এবারের মৌসুমে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির হয়ে ৪০ ম্যাচে ১০ গোল করেন সিলভা।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status