বাংলারজমিন

মানিকগঞ্জে বিএনপির ইফতার মাহফিল পণ্ড

স্টাফ রিপোর্টার,মানিকগঞ্জ

১৪ জুন ২০১৮, বৃহস্পতিবার, ১০:০৩ পূর্বাহ্ন

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান বিএনপি নেতা ও মানিকগঞ্জ ২ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ সাইফুল হুদা চৌধুরী শাতিলের ইফতার অনুষ্ঠান পণ্ড করে দিয়েছে পুলিশ। বুধবার সিঙ্গাইর পৌরসভার গোবিন্দল জাদুরচর গ্রামে তার নবনির্মিত বাসভবনে এই অনুষ্ঠান হওয়ার কথা ছিল। মোহাম্মদ সাইফুল হুদা চৌধুরী শাতিল জানান, তার বাসভবন প্রাঙ্গণে ৩ হাজার লোকের ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এ উপলক্ষে প্রশাসনের কাছে থেকে মৌখিক অনুমতিও নেয়া ছিল। কিন্তু বিকেল সাড়ে ৩টায় সিঙ্গাইর থানার এসআই আনোয়ার হোসেন এবং এসআই রাসেলের নেতৃত্বে তিন গাড়িতে পুলিশ সদস্যরা তার বাড়িতে আসে। ইফতার অনুষ্ঠান বন্ধ করতে পুলিশ চাপ প্রয়োগ করে। পুলিশ সদসরা অনুষ্ঠানস্থলে থাকা আয়োজক কমিটির সদস্যদের সঙ্গে অশালীন আচরণ করে। এক পর্যায়ে পুলিশ সদস্যরা অনুষ্ঠানের স্টেজ ভেঙে ফেলে এবং তা নিয়ে যায়। তিনি অভিযোগ করেন, মৌখিকভাবে পূর্ব অনুমতি নিয়ে নিজ বাড়িতে ইফতার মাহফিল আয়োজন করার পর অনুষ্ঠান ভণ্ডুল করাটা আইনের লঙ্ঘন। স্বাধীন দেশের নাগরিক হিসেবে নিজ বাড়িতে একটি ইফতার অনুষ্ঠান আয়োজন করার অধিকার রয়েছে। এই অনুষ্ঠান পণ্ড করার মধ্য দিয়ে তার সে অধিকার খর্ব করা হয়েছে বলে তিনি মনে করেন। ইফতার অনুষ্ঠান পণ্ড প্রসঙ্গে তিনি আরো বলেন, আসন্ন জাতীয় নির্বাচনে তিনি এই আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী। পুলিশ সুপার রিফাত রহমান শামীম বলেন, উপজেলা চেয়ারম্যান শাতিল নতুন বাসা উদ্বোধন করার করার ছিল। কিন্তু পুলিশ সদস্যরা পরবর্তীতে খবর নিয়ে জানতে পারেন সেখানে তিনি রাজনৈতিক কর্মসূচি পালন করবেন। আইনশৃঙ্খলার অবনতি ঘটতে পারে- এমন আশঙ্কা থেকে অনুষ্ঠান বন্ধ রাখার কথা বলা হয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status