বিশ্বজমিন

ইমরান খানের বিরুদ্ধে লড়বেন শতবর্ষী হযরত বিবি

মানবজমিন ডেস্ক

১৪ জুন ২০১৮, বৃহস্পতিবার, ৯:৪৯ পূর্বাহ্ন

পাকিস্তানে জাতীয় নির্বাচনে পাকিস্তান তেহরিকে ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন শত বছর বয়সী হযরত বিবি। এমন ঘোষণা দিয়ে হযরত বিবি বলেছেন, যদি বিজয়ী হই তাহলে নারী শিক্ষার ওপর বাড়তি মনোযোগ দেবো। এ খবর দিয়েছে অনলাইন ডন। এতে বলা হয়, আগামী ২৫শে জুলাই পাকিস্তানে জাতীয় নির্বাচন। এতে সেখানে একই সঙ্গে জাতীয় পরিষদ নামে পার্লামেন্ট এবং প্রাদেশিক পরিষদগুলোর নির্বাচন হবে। এ নির্বাচনে জাতীয় পরিষদে পেশোয়ারের ৩৫ নম্বর আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ইমরান খান। সেখানে তাকে চ্যালেঞ্জ জানাচ্ছেন হযরত বিবি। আসনটি খাইবার পখতুনখাওয়া প্রদেশের বানু জেলা নিয়ে গঠিত। জাতীয় পরিষদে প্রতিদ্বন্দ্বিতা ছাড়াও ওই নারী মনোনয়নপত্র জমা দিয়েছেন বানু জেলায় প্রাদেশিক পরিষদের পিকে-৮৯ নম্বর আসনে। নির্বাচনে তিনি কোনো দলের প্রার্থী নন। নির্বাচন করছেন স্বতন্ত্রভাবে। এমন চেষ্টা যে এটাই প্রথম তার জন্য এমন নয়। এর আগে পাঁচ বার তিনি নির্বাচন করেছেন। কিন্তু দুর্ভাগ্য তার। তিনি একবারও জিততে পারেন নি। তবু বার বার কোমর বেঁধে মাঠে নেমে পড়েন, যদি একটা বিজয় পান। এবারও তিনি বলেছেন, বিজয়ী হলে তার আসনের জনসাধারণের সেবা করবেন। উল্লেখ্য, নিজের এলাকায় হযরত বিবি একজন সুপরিচিত নারী। বিশেষ করে এতটা বয়স এবং সেই বয়সকে পেছনে ফেলে নির্বাচনী লড়াইয়ে নেমে পড়ার কারণে অনেকের মন জয় করেছেন। উল্লেখ্য, জাতীয় পরিষদের ৩৫ নম্বর আসনে ইমরান খানের হয়ে সোমবার মনোনয়নপত্র জমা দিয়েছেন পিটিআইয়ের জেলা সভাপতি মতিউল্লাহ খান ও নেতা মালিক খালিদ খান। খাইবার পখতুনখাওয়া প্রদেশে জনসংখ্যা ১১ লাখ ৬৭ হাজার ৮৯২ জন। এ আসনে সবচেয়ে বেশি ভোটার।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status