দেশ বিদেশ

রাজনীতিতে বিদেশি শক্তির হস্তক্ষেপ করার সুযোগ নেই- ওবায়দুল কাদের

স্টাফ রিপোর্টার

১৪ জুন ২০১৮, বৃহস্পতিবার, ৯:৩৭ পূর্বাহ্ন

আমাদের দেশের রাজনীতিতে কোনো বিদেশি শক্তির হস্তক্ষেপ করার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি নালিশ করতে করতে দূতাবাসগুলোকে তটস্থ করে ফেলেছে। এটা কোনো রাজনৈতিক দলের পরিচয় হতে পারে না। দেশের নির্বাচন ও রাজনীতি নিয়ে নালিশ করতে বিএনপি ভারত গিয়েছিল বলে মন্তব্য করেন তিনি। গতকাল গাবতলী আন্তঃজেলা বাস টার্মিনালে ঘরমুখো মানুষের ঈদযাত্রা পরিস্থিতি পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, সম্প্রতি তিস্তা ও রোহিঙ্গা সংকট সহ জাতীয় সমস্যা নিয়ে কথা বলার জন্য আমরা ভারত গিয়েছিলাম। এরপরই বিএনপি নির্বাচন ও রাজনীতি নিয়ে নালিশ করতে ভারত গিয়েছিল। তারা জাতীয় স্বার্থ নিয়ে কথা বলেছে এমন কোনো খবর আমরা পত্রিকায় দেখিনি। দলটি দেশে এবং দেশের বাইরে সব জায়গায় শুধু নালিশ করে বেড়াচ্ছে। ভারত শুধুই আওয়ামী লীগের বন্ধু- বিএনপির এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে তিনি বলেন, ভারত যদি কেবল আমাদেরই বন্ধু হয়ে থাকে, তাহলে কেন আমরা ২০০১ সালের নির্বাচনে হেরেছি? কেন ২১ বছর ক্ষমতায় আসতে পারিনি? নির্বাচনে প্রার্থী দেয়ার বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ঈদের পরে জোটগুলোর সঙ্গে বসে কে, কোথায় প্রার্থী দেবে তা ঠিক করা হবে। উইনেবল প্রার্থী ছাড়া আমরা কাউকে মনোনয়ন দেবো না। আমাদের কৌশলগত কিছু বিষয় আছে, তাই এ বিষয়ে কোনো বিভ্রান্তি ছড়াবেন না। কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা প্রসঙ্গে তিনি বলেন, সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) হচ্ছে দেশের সবচেয়ে ভালো হাসপাতাল। এর চেয়ে ভালো চিকিৎসা আর কোথায় আছে? খালেদা জিয়া একটা বড় দলের চেয়ারপারসন। সাবেক প্রধানমন্ত্রী। যদি তিনি চিকিৎসা চান, তবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মতো সিএমএইচ’র বিষয়টা প্রত্যাখ্যান করা উচিত হবে না। আর যদি রাজনীতি করেন তাহলে ভিন্ন কথা।
ঈদযাত্রা এখন পর্যন্ত স্বস্তিকর উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, এবার অন্য বছরের মতো দুর্ভোগ হবে না।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status