দেশ বিদেশ

বাংলাদেশি নারীদের দিয়ে দেহ ব্যবসা করানোয় ৩ জনের জেল

মানবজমিন ডেস্ক

১৪ জুন ২০১৮, বৃহস্পতিবার, ৯:৩৬ পূর্বাহ্ন

ভালো কাজ দেয়ার প্রলোভনে ভারতে নিয়ে পতিতাবৃত্তিতে বাধ্য করার অভিযোগে ভারতের থানে সেশন আদালত তিনজনকে ১০ বছরের জেল দিয়েছে। সোমবার তাদের বিরুদ্ধে এ রায় দিয়েছে আদালত। অভিযুক্তরা হলো- আবদুল ওরফে আফজাল শেখ (৪২), তার স্ত্রী শেফালি ওরফে সঙ্গীতা আফজাল শেখ (৩০) ও সঙ্গীতার বোন নার্গিস আবদুল হাসান (২৪)। অনৈতিক পাচার সংক্রান্ত আইন এবং যৌনতার উদ্দেশে পাচারের অভিযোগে ভারতীয় দণ্ডবিধির অধীনে তাদেরকে শাস্তি দেয়া হয়েছে। বিচারক এস সি খালিফে তার পর্যবেক্ষণে অপ্রাপ্ত বয়সী দু’নারী সহ মোট ৫ জনকে জোরপূর্বক যৌন ব্যবসায় বাধ্য করার জন্য এমন শাস্তি দিয়েছেন। উল্লেখ্য, ২০১২ সালের ২৩শে আগস্ট থানের উপবন হোটেল থেকে উদ্ধার করা হয় বাংলাদেশি ৫ যুবতীকে। তারপর তাদেরকে নিয়ে থানে সরকারি হাসপাতালে মেডিকেল পরীক্ষা করা হয়। এতে দেখা যায়, উদ্ধার করা ৫ নারীর মধ্যে দু’জনের বয়স ১৬ বছর। বাকিদের বয়স ২ বছর থেকে ২৫ বছরের মধ্যে। তাদের সবাইকে ভালো কাজ ও বেতনের প্রলোভন দিয়ে ভারতে নিয়ে গিয়েছিল আফজাল শেখ পরিবার। নির্যাতিত নারীদের আইনজীবী মেগান ফার্নান্দেজ বলেছেন, পোখারান রোডে নারীদের দিয়ে পতিতাবৃত্তি করাতো ওই পরিবারটি। তবে তারা এক পর্যায়ে তাদের ভেন্যু পরিবর্তন করে নিয়ে যায় উপবন হোটেলে। ২০১২ সালে ওই হোটেলটি ঘেরাও করে পাচার বিরোধী সেল।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status