দেশ বিদেশ

পাটুরিয়া ঘাটে যানবাহনের চাপ বেড়েছে যাত্রী ভোগান্তি

রিপন আনসারী, মানিকগঞ্জ থেকে

১৪ জুন ২০১৮, বৃহস্পতিবার, ৯:৩৫ পূর্বাহ্ন

ঈদে ঘরমুখো যাত্রী ও যানবাহনের চাপ বাড়তে শুরু করেছে পাটুরিয়া ফেরিঘাটে। বুধবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রীবাহী বাসের চাপ বেড়ে যায় কয়েকগুণ। তবে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন প্রাইভেটকার ও মাইক্রোবাসের যাত্রীরা। বিকাল পর্যন্ত পাটুরিয়া ৫ নং ঘাট ছাড়িয়ে ছোট গাড়ির লম্বা লাইন তিন কিলোমিটার ছাড়িয়ে যায়। এছাড়া গতকাল থেকে বন্ধ রাখা হয়েছে ট্রাক পারাপার। টার্মিনালে আটকে আছে প্রায় ৫ শতাধিক পণ্যবাহী ট্রাক।
বিআইডব্লিউটিসি আরিচা সেক্টরের জিএম জিল্লুর রহমান বলেছেন, এখন পর্যন্ত (বুধবার) সারাদিন পাটুরিয়া ঘাটের পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক আছে। যানবাহনের চাপ বাড়তে থাকলেও পর্যাপ্ত ফেরি থাকায় গাড়ি পারাপারে কোনো সমস্যা হচ্ছে না। পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে এবারের ঈদে মোট ১৯টি ফেরি বুধবার পর্যন্ত চলাচল করছে। আরো একটি ফেরি মাওয়া থেকে পাটুরিয়া ঘাটে ফেরিবহরে যোগ দেয়ার কথা রয়েছে। তিনি বলেন, ঘাট এলাকায় প্রাইভেটকার, মাইক্রোবাসের চাপ রয়েছে সবচেয়ে বেশি। এসব যানবাহনের জন্য আলাদা একটি লেন করে দেয়া হয়েছে। পাটুরিয়ায় মোট চারটি ঘাটের মধ্যে ৫ নম্বর ঘাট দিয়ে শুধুমাত্র ছোট গাড়ি পারাপার করা হচ্ছে। তিনি আরো বলেন- যানবাহন ও যাত্রী পারাপারের জন্য পর্যাপ্ত ফেরির পাশাপাশি ঘাটগুলো সচল রয়েছে। প্রাকৃতিক দুর্যোগ না ঘটলে ঈদে ঘরমুখো যাত্রী ও যানবাহন পারাপারে কোনো সমস্যা হবে না। এদিকে বুধবার সরজমিন পাটুরিয়া ঘাটে গিয়ে দেখা গেছে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রায় ২১টি জেলার মানুষের যাত্রী ভোগান্তির দুর্ভোগের চিত্র। পাটুরিয়া ৫ নং ফেরিঘাট দিয়ে শুধুমাত্র প্রাইভেটকার ও মাইক্রোবাস পারাপার হচ্ছে। বিকাল ৩টা পর্যন্ত ঘাট ছাড়িয়ে ছোট গাড়ির লম্বা লাইন তিন কিলোমিটার ছাড়িয়ে যায়। এতে ঘণ্টার পর ঘণ্টা যাত্রীরা দুর্ভোগের শিকার হন। সৌদি আরবের জেদ্দা থেকে আসা ইউনুস আলী তার পরিবার নিয়ে পাটুরিয়া ঘাটে তিন ঘণ্টা অপেক্ষায় থেকে ফেরির দেখা পেয়েছেন। যাবেন ফরিদপুরে। মাইক্রোবাস চালক ও মালিক আজিমুদ্দিন তার ছেলেমেয়ে ও স্ত্রী নিয়ে ঘাটে আড়াই ঘণ্টা অপেক্ষা করেও ফেরিতে উঠতে পারেননি। বলেন, আর কত দুর্ভোগ পোহাতে হবে জানি না। এদের মতো হাজারো ছোট গাড়ির যাত্রীরা বিকাল পর্যন্ত পাটুরিয়া ঘাটে চরম ভোগান্তির শিকার হন ফেরি পারাপার হতে গিয়ে। এদিকে পাটুরিয়া ঘাটে বড় বাস ও কোচ পারাপারের জন্য তিনটি ঘাট সচল থাকলেও বিকাল পর্যন্ত যানবাহনের লম্বা লাইন ঘাট ছাড়িয়ে প্রায় তিন কিলোমিটার অতিক্রম করেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস ও কোচের চাপ বেড়ে যায় কয়েকগুণ। একেকটি বাস ফেরি পার হতে সময় লাগছে ২ থেকে ৩ ঘণ্টা পর্যন্ত। সুপার ডিলাক্স পরিবহনের যাত্রী আমিনুর রহমান জানান, আড়াই ঘণ্টা ধরে বাসের ভেতর বসে আছি। কখন কুষ্টিয়া যাবো তা একমাত্র উপরঅলা আল্লাহই ভালো জানেন।
আলপাহ লাইন পরিবহনের চালক জানান, ভিআইপি গাড়িগুলোর ক্ষেত্রে কোনো নিয়ম-নীতি নেই। যত নিয়ম আমাদের বেলায়। কলকাতার কিংবা এসি কোচ সব সময়ই লাইন ব্রেক করে ফেরি পার হচ্ছে। অপরদিকে বুধবার থেকে তিনদিন পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ট্রাক পারাপার বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। ফলে পাটুরিয়া ট্রাক টার্মিনালে মঙ্গলবার রাত থেকে ৫ শতাধিক পণ্যবাহী ট্রাক পারাপারের অপেক্ষায় আটকে রয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status