বাংলারজমিন

কুমিল্লায় ইসলাম হত্যা মামলার প্রধান আসামি অস্ত্রসহ গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, কুমিল্লা থেকে

১৪ জুন ২০১৮, বৃহস্পতিবার, ৯:১৯ পূর্বাহ্ন

কুমিল্লার দাউদকান্দির ইসলাম হত্যা মামলার প্রধান আসামি দেলোয়ার হোসেন ওরফে দেলাকে (৩০) অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার দিবাগত গভীর রাতে নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকা থেকে কুমিল্লা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ তাকে গ্রেপ্তার করে। বুধবার দুপুরে গ্রেপ্তারকৃত দেলোয়ার ওই হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে কুমিল্লার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বিপ্লব চন্দ্র সরকারের আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। ডিবি সূত্রে জানা যায়, গোপন সূত্রে খবর পেয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির এসআই শাহ কামাল আকন্দ পিপিএম এর নেতৃত্বে ডিবির একটি দল মঙ্গলবার রাতে নারায়ণগঞ্জে সোনারগাঁও এলাকায় অভিযান চালিয়ে ইসলাম হত্যা মামলার প্রধান আসামি দেলোয়ার হোসেন দেলাকে গ্রেপ্তার করে। পরে তাকে নিয়ে দাউদকান্দির চরচারুয়া গ্রামের বাড়িতে অভিযান চালিয়ে তার দেখানোমতে এক রাউন্ড গুলি ভর্তি একটি রিভলভার উদ্ধার করা হয়। সে ওই গ্রামের জাহেদ মিয়ার ছেলে। মামলার তদন্তকারী কর্মকর্তা শাহ কামাল আকন্দ পিপিএম জানান, ইসলাম হত্যাকাণ্ডের সাথে গ্রেপ্তারকৃত দেলোয়ার জড়িত থাকার কথা স্বীকার করেছে এবং সে ওই হত্যাকাণ্ডে জড়িত অপর আসামিদের নাম প্রকাশ করেছে।
এ ঘটনায় বুধবার বিকালে দাউদকান্দি মডেল থানায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে পৃথক আরও একটি মামলা দায়ের করা হয়েছে।
উল্লেখ্য, এলাকায় আধিপত্য বিস্তারের জের ধরে গত ২রা মে রাতে দাউদকান্দি উপজেলার বাজরা গ্রামের মো. ইসলামকে (৩৫) ঘুমন্ত অবস্থায় গুলি চালিয়ে এবং এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। এ ঘটনার পরদিন তার স্ত্রী সুমী আক্তার বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০/১৫ জনকে আসামি করে দাউদকান্দি মডেল থানায় মামলা দায়ের করেন। পরে মামলাটি তদন্তের জন্য ডিবিতে হস্তান্তর করা হয়। এর আগে গত ২ জুন রাতে দাউদকান্দি এলাকা থেকে ঘাতক মাসুদ, রুবেল ও ইকবালকে গ্রেপ্তার করা হয়েছিল। এদের মধ্যে মাসুদ ও রুবেল একই আদালতে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছিল বলে মামলার তদন্তকারী কর্মকর্তা জানিয়েছেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status