বাংলারজমিন

সাটুরিয়ায় প্রবাসীর বাড়ি ভাঙচুর

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি

১৪ জুন ২০১৮, বৃহস্পতিবার, ৯:১৯ পূর্বাহ্ন

মানিকগঞ্জের সাটুরিয়ায় পূর্বশত্রুতার জের ধরে এক সড়ক নির্মাণকাজ শুরু করার সময় এক প্রবাসীর বাড়ির সীমানা প্রাচীর ঘর ভেকু দিয়ে ভাঙার অভিযোগ উঠেছে। স্থানীয় এক ইউপি সদস্য সড়কের জমি না হওয়া সত্ত্বেও জোরপূর্বক বাড়ি ভাঙচুর করেছে। এ ঘটনায় প্রবাসীর স্ত্রী সাটুরিয়া থানায় একলি লিখিত অভিযোগ দায়ের করলে ইউপি সদস্য ও তার লোকজন প্রবাসীর পরিবার ও তাদের আত্মীয়স্বজনের হুমকি ও ভয়ভীতি দেখাচ্ছেন। মামলার তদন্তকারী কর্মকর্তা সাটুরিয়া থানার এসআই মনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। মঙ্গলবার সকালে সরজমিন দেখা যায়, হরগজ চড়পাড়া গ্রামের সৌদি প্রবাসীর লাল মিয়ার বাড়ির সীমানার সিমেন্টর খাম্বা ও টিন এলোমেলো ভাবে পড়ে আছে। ছোট একটি ঘরের ভাঙা অংশ ছিটেয়ে আছে বিভিন্ন স্থানে। প্রবাসী লাল মিয়ার স্ত্রী সাজেদা বেগম বলেন, হরগজ ইউনিয়নের হরগজ চড়পাড়া হতে পারতিল্লি গ্রাম পর্যন্ত ইট সেলিং কাজ শুরু হয়েছে গত শনিবার থেকে। সড়ক নির্মাণ ঠিকাদারি প্রতিষ্ঠানের অগোচরে স্থানীয় ইউপি সদস্য মো. মোশারফ হোসেন কৌশলে বাড়ির সীমানা ও একটি ছোট ঘর ভেকু দিয়ে ভেঙে ফেলে। সাজেদা বেগম অভিযোগ করে বলেন, আমার বাড়ির সীমানা সড়কের মধ্যে পড়েনি, অথচ হরগজ ইউপি সদস্য মোশারফ হোসেন জোর করে তা ভাঙচুর করে। সড়ক নির্মাণকাজ শুরু সময় ঠিকাদারি প্রতিষ্ঠানের লোক আমার বাড়িতে এসে বলে গিয়েছিল আপনার কোনো জমি সড়কের সীমনায় পড়েনি তাই কোনো স্থাপনা ভাঙা যাবে না। ঠিকাদারি প্রতিষ্ঠান যাবার পর ইউপি সদস্য মোশারফ হোসেন ভেকু দিয়ে আমার বাড়ি ভেঙে ফেলে। এ ঘটনার পর আমি থানায় লিখিত অভিযোগ করি। এরপর থেকে আমাকে নানাভাবে ভয়ভীতি দেখাচ্ছে। এ ব্যাপারে সাটুরিয়া থানার এসআই মনোয়ার হোসেন বলেন, প্রবাসীর বাড়ি ভাঙার একটি অভিযোগ থানায় হলে আমাকে তদন্ত পাঠানো হয়। তদন্ত প্রতিবেদন এখনো জমা না দেয়ার কারণে আপাতত এ বিষয়ে কিছু বলা যাবে না। এ ব্যাপারে অভিযুক্ত ইউপি সদস্য মোশারফ হোসেন বলেন, লাল মিয়ার বাড়ি সরকারি জায়গার মধ্যে পড়েছিল, তাই ভাঙা হয়েছে। নির্মাণ প্রতিষ্ঠান মালিককে বলেছিল সরকারি জায়গায় পড়েনি, আর ভাঙলে তারা ভাঙবে, আপনি কেন ভাঙলেন আর হুমকি দিচ্ছেন পরিববারকে- এমন প্রশ্ন করলে মোশারফ আরো বলেন, এমন অভিযোগ মিথ্যা আমি কোনো বাড়ি জোর করে ভাঙিনি ও কাউকে হুমকিও দেইনি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status