বিশ্বজমিন

আলোচনায় বসতে সিঙ্গাপুরে ট্রাম্প, কিম

অনলাইন ডেস্ক

১০ জুন ২০১৮, রবিবার, ৯:৩৪ পূর্বাহ্ন

আলোচনার টেবিলে বসতে সিঙ্গাপুরে পৌছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। নানা নাটকীয়তা আর অনিশ্চয়তার পর ঐতিহাসিক এই বৈঠকে মিলিত হতে যাচ্ছেন এ দুই নেতা। উত্তর কোরিয়ার কোন নেতা এবং দায়িত্বরত কোন মার্কিন প্রেসিডেন্টের মধ্যে এটাই হবে প্রথম বৈঠকের নজির। সেন্টোসা রিসর্ট আইল্যান্ডে মঙ্গলবার এই বৈঠক অনুষ্ঠিত হবে। যুক্তরাষ্ট্রের প্রত্যাশা এই বৈঠকের মধ্য দিয়ে কিমের পারমাণবিক অস্ত্র পরিহারের প্রক্রিয়া শুরু হবে। এ খবর দিয়েছে বিবিসি।

গেল দেড় বছর ধরে এ দুই নেতার সম্পর্ক ছিল তিক্ততায় ভরপুর। একে অপরকে কটাক্ষ করে আক্রমনাত্মক সব মন্তব্য ছুড়েছেন। যুদ্ধের হুমকিও দিয়েছেন। এমনকি দু’জন দু’জনকে উন্মাদ বলতেও বাদ রাখেন নি। সেখান থেকে একপ্রকার হুট করেই অবস্থান পাল্টেছেন উভয়ই। অবশেষে মিলিত হতে যাচ্ছেন আলোচনার টেবিলে।

আজ রোববার সিঙ্গাপুরে পৌছানোর পরপরই দেশটির প্রধানমন্ত্রী লি হসেইন লুংয়ের সঙ্গে সাক্ষাত করেন কিম। এর কয়েকঘণ্টা পর এয়ারফোর্স ওয়ানে করে সিঙ্গাপুরে পা রাখেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। বৈঠকের আগ দিয়ে ট্রাম্পেরও সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করার কথা রয়েছে।  

প্রসঙ্গত, চলতি বছরের শুরুর দিকে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা শুরু করে উত্তর কোরিয়া। পিয়েনচ্যাংয়ে শীতকালীন অলিম্পিকে প্রতিনিধি দল ও প্রতিযোগী দল পাঠায় উত্তর কোরিয়া।  

মার্চ মাসে ডনাল্ড ট্রাম্প সিওলের মাধ্যমে পৌছানো কিমের সঙ্গে সাক্ষাতের দাওয়াত কবুল করে বিস্মিত করেন সবাইকে। এরপর থেকে সম্মেলন পর্যন্ত আসার পথটাও অমসৃণই ছিল। এক পর্যায়ে বৈঠকের সম্ভাবনা সম্পূর্ণ উড়িয়ে দেন তিনি। তবে, কূটনৈতিক মধ্যস্থতায় শেষ পর্যন্ত দুই নেতা এখন একসঙ্গে বসতে যাচ্ছেন।   

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status