ভারত

আজ আরএসএসের সভায় প্রণব

কন্যা শর্মিষ্ঠাও আপত্তি জানালেন

কলকাতা প্রতিনিধি

৭ জুন ২০১৮, বৃহস্পতিবার, ৪:৫০ পূর্বাহ্ন

আজ নাগপুরে কট্টর হিন্দুত্ববাদী আরএসএসের বিস্তারকদের সমাবর্তনে বক্তৃতা দিতে চলেছেন ভারতের সাবেক  রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। আরএসএস প্রধান মোহন ভাগবতের সঙ্গে তাকে এক মঞ্চে দেখা যাবে। আরএসএসের আমন্ত্রণ গ্রহণ করা নিয়ে কংগ্রেসের মধ্যে প্রবল বিতর্ক তৈরি হয়েছে। আজীবন কংগ্রেসি হিসেবে পরিচিত প্রণববাবুর সিদ্ধান্তে প্রবল বিভ্রান্তিও তৈরি হয়েছে। কংগ্রেসের তিন শীর্ষ নেতা, জয়রাম রমেশ, রমেশ চেন্নিথলা ও সি কে জাফর শরিফ প্রণববাবুকে চিঠি লিখে এই সভায় যোগ না দিতে অনুরোধ করেছেন। তবে এবার প্রণব-কন্যা ও কংগ্রেস নেত্রী শর্মিষ্ঠাও পিতার সিদ্ধান্তে যে প্রবল অখুশি হয়েছেন সেকথা টুইটে জানিয়েছেন। তিনি লিখেছেন, তুমি আরএসএসের মঞ্চে কী বললে, তা লোকে ভুলে যাবে। রয়ে যাবে শুধু ছবিগুলো। সেগুলোই মিথ্যে বিবৃতির সঙ্গে প্রচারিত হবে সর্বত্র। শর্মিষ্ঠা আরও লিখেছেন, নাগপুরে গিয়ে তুমি আরএসএস/বিজেপিকে মিথ্যে গল্প ফাঁদার পূর্ণ স্বাধীনতা দিচ্ছ। কদিন বাদে মানুষ এ সব বিশ্বাস করতে শুরু করবে। শর্মিষ্ঠার সেই টুইটকে রিটুইট করে কংগ্রেস নেতা আহমেদ পটেল লিখেছেন, প্রণবদা, আপনার কাছ থেকে এমনটা আশা করিনি। সার্বিকভাবে কংগ্রেস মনে করে, দল যখন আরএসএসের চিন্তাধারার বিরুদ্ধে লড়ছে, তখন প্রণববাবুর এভাবে আরএসএসের সভায় যাওয়ার সিদ্ধান্ত সেই লড়াইকে দুর্বল করবে। তবে সাবেক রাষ্ট্রপতি জানিয়েছেন, সমালোচকরা যে যাই বলুন, তিনি সঙ্ঘের সভায় যাচ্ছেনই। যা বলার তা সেখানেই বলবেন। গত বুধবারই নাগপুর পৌঁছেছেন প্রণববাবু। বুধবার রাতে রাজভবনে আরএসএস  প্রধান মোহন ভাগবত ও প্রণববাবু একসঙ্গে নৈশভোজও করেছেন। এখন প্রণববাবু কি বলেন তা জানার অপেক্ষায় সকলে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status