বিনোদন

ঈদে সিনেমা হলে ইমপ্রেসের ‘কমলা রকেট’

স্টাফ রিপোর্টার

৩ জুন ২০১৮, রবিবার, ৯:২৮ পূর্বাহ্ন

স্বনামধন্য চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম লি. তাদের ছবি পবিত্র ঈদুল ফিতরে শুধু টেলিভিশন পর্দায়ই সীমাবদ্ধ রাখেনি। প্রতিষ্ঠানটি সিনেমা হলেও মুক্তি দিতে যাচ্ছে ‘কমলা রকেট’ নামের একটি সিনেমা। এটি পরিচালনা করেছেন নুর ইমরান মিঠু। এ ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন তৌকীর আহমেদ ও সামিয়া সাঈদ। আর মোশাররফ করিমকে দেখা যাবে দালাল চরিত্রে অভিনয় করতে। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন জয়রাজ, সেওতি, ডমিনিক গোমেজ, বাপ্পা শান্তনু, সুজাত শিমুল, শহীদুল্লাহ সবুজ, আবু রায়হান রাসেল প্রমুখ। স্টিমারের নাম রকেট। কমলা রকেটের নিয়মিত সব প্যাসেঞ্জারের সঙ্গে উঠে পড়েছে। অনিয়মিত এক ফাষ্ট ক্লাস প্যাসেঞ্জার আতিক। ক্লাসের রকম ভেদে সবাই সবার থেকে আলাদা। এ যেন ছোট এক বাংলাদেশ। ব্যবসায়ী আতিক (তৌকীর) তার নিজের ফ্যাক্টরীতে আগুন লাগিয়েছে ইন্সুরেন্স থেকে টাকা পাওয়ার আশায়। আগুনের ঘটনা যখন সারা দেশের মূল খবরে পরিণত হয় তখন সে ঢাকা থেকে স্টিমারে করে মংলায় বন্ধুর বাসায় আত্মগোপন করতে যাচ্ছে। অন্যদিকে ফ্যাক্টরির মৃত কর্মীর আগুনে পোড়া লাশ নিয়ে তার স্বামী মনসুরও একই স্টিমারে যাত্রী হয়েছে। স্টিমার রকেটটি একসময় কুয়াশায় চরে আটকে পড়ে খাবার সংকট তীব্র হতে থাকে। এই সূত্র ধরে এগিয়ে যেতে থাকে সিনেমাটির মূল গল্প। ছবিটি ঈদুল ফিতরে দেশের বিভিন্ন সিনেমা হলে মুক্তি পেতে যাচ্ছে। এদিকে ইমপ্রেস টেলিফিল্ম ঈদুল ফিতরে চ্যানেল আইতে প্রথম ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার দিতে যাচ্ছে ৬টি নতুন চলচ্চিত্র ‘কালের পুতুল’, ‘দুলাভাই জিন্দাবাদ’, ‘আলতাবানু’, ‘ভালো থেকো’, ‘খাঁচা’ এবং ‘ছিটকিনি’।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status