বিশ্বজমিন

নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন জারদারি

মানবজমিন ডেস্ক

২৮ মে ২০১৮, সোমবার, ১:২১ পূর্বাহ্ন

আগামী জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট ও পাকিস্তান পিপলস পার্টির সহ-সভাপতি আসিফ আলি জারদারি। নিজের শহর নওয়াবশাহর আসন থেকে তিনি জাতীয় পরিষদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। রোববার সিন্ধু প্রদেশের মুখ্যমন্ত্রী সৈয়দ মুরাদ আলী শাহের বাসভবনে ইফতার মাহফিলে এ ঘোষণা দিয়েছেন ৬২ বছর বয়সী জারদারি।  এর মধ্য দিয়ে তিনি ২৪ বছর পরে নির্বাচিত হয়ে পার্লামেন্টারি রাজনীতিতে ফিরছেন। এর আগে তিনি ১৯৯০ সালে করাচির লাইরি এলাকা থেকে জাতীয় পরিষদে নির্বাচিত হন। আর একবার একই আসন থেকে নির্বাচিত হন ১৯৯৩ সালে। জারদারি বলেছেন, নির্বাচনী আসন লাইরি বেছে নেয়া উচিত ছিল তার। কিন্তু পরে সিদ্ধান্ত নিয়েছেন নিজের শহরে পার্লামেন্টারি আসন থেকে নির্বাচন করবেন। এ সময় তিনি আগামী নির্বাচন সম্পর্কেও পূর্বাভাষ দেন। বলেন, এই নির্বাচনে কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না। ২০০৮ থেকে ২০১৩ পর্যন্ত পাকিস্তানের ১১তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status