খেলা

‘মেসির মতোই অবিশ্বাস্য ফুটবলার সালাহ’

স্পোর্টস ডেস্ক

২৭ মে ২০১৮, রবিবার, ৯:৪০ পূর্বাহ্ন

২০১৭-১৮ মৌসুমে ক্যারিয়ারের সেরা সময় কাটিয়েছেন মোহাম্মদ সালাহ। ইতিমধ্যে লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে অনেকেই তুলনা করেছেন এ মিশরি স্ট্রাইকারকে। এ তালিকায় এবার যুক্ত হলেন ব্রাজিলিয়ান কিংবদন্তি ফুটবলার রোনালদো ডি লিমা। গতকাল ব্রাজিলিয়ান দৈনিক এল পার্তিদাজো দে কোপেকে দেয়া এক সাক্ষাৎকারে সালাহর প্রশংসা করে ‘দ্যা ফেনোমেনন’ রোনালদো বলেন, সালাহকে আমি ভালোবাসি। সে অসাধারণ একজন খেলোয়াড়। যার অনেক গুণ রয়েছে। সে অনেকটাই মেসির মতো খেলে। আমি সম্প্রতি তার একটি লেখা পড়েছি যেখানে সে বলেছে, আমি তার অনুপ্রেরণা। এটা শুনে বেশ ভালো লেগেছে আমার। আজ রাতে ইউক্রেনের কিয়েভে ইউয়েফা চ্যাম্পিয়ন্স লীগের ফাইনালে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে মোহাম্মদ সালাহর লিভারপুল। আসরে আট বছর পর ফাইনালে উঠেছে অলরেডরা। প্রিমিয়ার লীগে ৩২ গোল করা সালাহর প্রশংসা করলেও চ্যাম্পিয়ন্স লীগের ফাইনালে রিয়াল মাদ্রিদকেই ফেভারিট বলছেন এক সময়ে রিয়ালে খেলা রোনালদো। তিনি বলেন, আমার মনে হচ্ছে মাদ্রিদ ৩-২ গোলে জিতবে। রিয়াল যদি ফাইনাল ম্যাচটি জিতে তাহলে সেটি তাদের ফুটবল ইতিহাসে অবিস্মরণীয় হয়ে থাকবে। বর্তমান মৌসুমের শুরুতে কিছুটা শঙ্কা ছিল তাদের নিয়ে। কিন্তু তারা সেটি উতরে ফাইনালে উঠেছে। এ সময় এবারের বিশ্বকাপ নিয়েও কথা বলেন ২০০২ আসরের গোল্ডেন বুট জয়ী রোনালদো। এ আসরে ব্রাজিলকে ফেভারিট মানলেও জার্মানিকে রাখছেন উপরে। রোনালদো বলেন, আমার মতে জার্মানির সঙ্গেই আমাদের মূল প্রতিদ্বন্দ্বিতা হবে। তারা খুব শক্তিশালী এবং কঠিন প্রতিপক্ষ। কিন্তু আমার বাজি স্পেনের পক্ষে। সর্বশেষ আর্জেন্টিনার বিপক্ষে তারা অসাধারণ খেলেছে। এবারের মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্সে সালাহ মিশরকে তুলেছেন বিশ্বকাপের পাশাপাশি লিভারপুলকে নিয়ে গেছেন ইউয়েফা চ্যাম্পিয়ন্স লীগের ফাইনালে। লিভারপুরের হয়ে এবারের মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫১ ম্যাচে ৪৪ গোল করেন মোহাম্মদ সালাহ। যা ইউরোপিয়ান শীর্ষ পাঁচ লীগে কোনো খেলোয়াড়ের দ্বিতীয় সর্বাধিক গোলের রেকর্ড। মৌসুমে সর্বাধিক ৪৫ গোল করেন স্প্যানিশ ক্লাব বার্সেলোনার ফরোয়ার্ড লিওনেল মেসি। অন্যদিকে বাছাই পর্বের শেষ ম্যাচে সালাহ’র গোলেই ২৮ বছর পর বিশ্বকাপে খেলছে আফ্রিকার দেশ মিশর। এবারের বিশ্বকাপে মিশরের ‘এ’ গ্রুপে মিশরের প্রতিপক্ষ স্বাগতিক রাশিয়া, সৌদি আরব ও উরুগুয়ে। আগামী ১৫ই মে উরুগুয়ের বিপক্ষে আসরের প্রথম ম্যাচ খেলবে মিশর।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status