বাংলারজমিন

কমলগঞ্জে দেশীয় অস্ত্রসহ তিন ডাকাত আটক

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

২৭ মে ২০১৮, রবিবার, ৯:৩৮ পূর্বাহ্ন

কমলগঞ্জের কানিহাটি চা বাগানে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ তিন ডাকাত সদস্যকে আটক করা হয়েছে। এ সময় ডাকাত সদস্যদের গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে জনতা। শুক্রবার রাত ৯টার দিকে কমলগঞ্জ উপজেলার শমসেরনগর চা বাগানের ফাঁড়ি চা বাগান কানিহাটি চা বাগানে ডাকাতির প্রস্তুতিকালে তাদের আটক করা হয়। চা শ্রমিকরা জানায়, শুক্রবার বিকালে ত্রিপুরা সীমান্তবর্তী ডবলছড়া চা বাগানে একটি প্রাইভেট কারযোগে চালকসহ ৫ সদস্য প্রবেশ করে। ডবলছড়া চা বাগানে প্রবেশের পর থেকে প্রাইভেট কারের আরোহীদের চলাফেরা সন্দেহজনক হলে শুক্রবার সন্ধ্যায় তাদের চ্যালেঞ্জ করে চা শ্রমিকরা। এ সময় তারা গাড়ি নিয়ে দ্রুত কানিহাটি চা বাগানের সড়ক দিয়ে পালানোর চেষ্টা করলে চা বাগানের শ্রমিকরা বিষয়টি কানিহাটি চা বাগান শ্রমিকদের জানায়। খবর পেয়ে কানিহাটি চা বাগানের শ্রমিকরা ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতালের সামনের সড়কের লোহার গেইট বন্ধ করে গাড়িটি আটকায়। এ সময় প্রাইভেট কারের আরোহীরা একেক সময় একেক পরিচয় দিলে চা শ্রমিকরা বিষয়টি বাগান ব্যবস্থাপককে জানালে তিনি ঘটনাটি শমশেরনগর পুলিশ ফাঁড়িকে অবহিত করেন। পুলিশ ঘটনাস্থলে আসার সংবাদ শুনে প্রাইভেট কারের ২ যাত্রী পালিয়ে গেলেও অপর তিন আরোহী শাহ আলম (২৮), আবদুল মুকিত কিবরিয়া (২৬) ও শেখ আনোয়ার হোসেন (২৯)কে আটকে চা শ্রমিকরা গণধোলাই দিলে তিনজনই আহত হয়। পরে শমসেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ অরূপ কুমার চৌধুরীর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন। এ সময় তাদের বহনকারী প্রাইভেট কার তল্লাশি করে কয়েকটি রামদা, ছোরা, লোহার রড, একটি রেঞ্জ, কালো মুখোশ ও কালো প্যান্ট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা চা বাগানে ডাকাতির প্রস্তুতির কথা স্বীকার করে বলে জানায় পুলিশ। পরে গণপিটুনিতে গুরুতর আহত ডাকাত আনোয়ার হোসেনকে পুলিশ পাহারায় মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। অপর দুই ডাকাত শাহ আলম ও আবদুল মুকিত কিবরিয়াকে কমলগঞ্জ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status