বাংলারজমিন

নড়িয়ায় পৌর মেয়রের ভাইসহ ২ ডাকাত গ্রেপ্তার

শরীয়তপুর প্রতিনিধি

২৭ মে ২০১৮, রবিবার, ৯:৩৮ পূর্বাহ্ন

জেলার নড়িয়া উপজেলায় গত বুধবার ২৩শে মে গভীর রাতে একই উপজেলার মধ্য লোনসিং গ্রামে সিদ্দিকুল আমিন (লাভলু চৌকিদার) (৪৮) বাড়িতে ৫-৬ জনের ডাকাত দল সংঘবদ্ধ হয়ে বিল্ডিংয়ের কেচি গেট কেটে ও তালা ভেঙে ঘরের ভিতর প্রবেশ করে লোকজনকে জিম্মি করে স্টিলের আলমারি ও ওয়ারড্রব ভেঙে ৪৩ ভর্রি স্বর্ণ, নগদ এক লাখ বিশ হাজার টাকা এবং নয়টি মোবাইল সেট লুণ্ঠন করে। এ সময় লাভলু চৌকিদারের স্ত্রী রেখা বেগম চিৎকারে আশেপাশের লোক এলে ডাকাত দল পালিয়ে যায়।
এ ব্যাপারে সিদ্দিকুল আমিন (লাভলু চৌকিদার) বাদী হয়ে অজ্ঞাতনামা ৬ জনকে আসামি করে নড়িয়া থানায় একটি মামলা দায়ের করেছেন। শনিবার বেলা ১২টায় সময় পুলিশ সুপারের কার্যালয় এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে পুলিশ সুপার আবদুল মোমেন বলেন, অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) আবদুল হান্নানের নেতৃত্বে নড়িয়া থানার ওসি আসলামউদ্দীন ও ওসি তদন্ত আবু বকরসহ সঙ্গীয় ফোর্স নিয়ে মধ্য লোনসিং এলাকায় অভিযান চালিয়ে নড়িয়া পৌর মেয়রের ভাই রাসেল রাঢ়ী (২৯) ও মো. সাখাওয়াতকে (২২) গ্রেপ্তার করে। তাদের কাছে এক লাখ বিশ হাজার টাকা ও একটি স্বর্ণের আঙটি, একটি স্বর্ণের চেইন উদ্ধার করে। এ সময় আরো উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন সিকদার, অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) আবদুল হান্নান, সিনিয়ার সহকারী পুলিশ সুপার তানভির হায়দার শাওন, নড়িয়া থানার ওসি আসলাম উদ্দীন, ওসি তদন্ত আবু বকর।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status