বাংলারজমিন

বয়স্ক ভাতার কার্ডেও জালিয়াতি

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি

২৭ মে ২০১৮, রবিবার, ৯:২১ পূর্বাহ্ন

ভোটার আইডি কার্ড জালিয়াতির মাধ্যমে বয়স্ক ভাতার কার্ড দেয়ার অভিযাগ উঠেছে। আইডি কার্ডে বয়স বাড়িয়ে ৬০টির বেশি কার্ড দিয়েছে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার দলগ্রাম ইউনিয়নে। ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যরা এসব জালিয়াতির সঙ্গে জড়িত।
অভিযোগে জানা যায়, কালীগঞ্জ উপজেলার ৪নং দলগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গত ১৯-০৪-২০১৮ তারিখে ৪০২ জনকে বয়স্ক ভাতা দেয়ার জন্য একটি তালিকা উপজেলা সমাজ সেবা কার্যালয়ে দাখিল করেন। তালিকা যাচাই করার জন্য উপজেলা নির্বাচন অফিসে প্রেরণ করলে তা’ যাচাই করে ৬০টি আইডি কার্ডে বয়স অসঙ্গতি রয়েছে বলে উপজেলা নির্বাচন অফিসের তদন্ত প্রতিবেদনে বলা হয়।
নিয়ম অনুযায়ী পুরুষের ক্ষেত্রে ৬৫ বছর এবং মহিলার ক্ষেত্রে ৬২ বছর বয়স হতে হবে। দাখিলকৃত তালিকার ক্রমিক নম্বর ১ (এক) লক্ষিকান্ত পিতা নাড্ডা বর্মণ, তার ৬৫ বছর পূর্ণ হতে ৮ বছর বাকি। ভোটার আইডি নং ৫২১৩৯৩৫৬১৫৮২৭। তার প্রকৃত জন্ম তারিখ-১৩/০৯/১৯৫৮। ক্রমিক নং-২, ধনঞ্জয় রায়, পিতা-বসন্ত কুমার রায়, তারও ৬৫ বছর হতে ১৫ বছর বাকি। আইডি নং-৫২১৩৯৩৫৬১৬১৪৭, তার জন্ম তারিখ-১৩/০৭/১৯৬৮। ক্রমিক নং-৪৮, আনছার আলী, পিতা- মেঘুউল্লা, আইডি নং-৫২১৩৯৩৫৬১৭৭৬৫, তার জন্ম তারিখ-০৬/০২/১৯৫৬।
যে সব ব্যক্তির বয়স বাড়িয়ে বয়স্ক ভাতার চূড়ান্ত তালিকা উপজেলা সমাজ সেবা কার্যালয়ে দাখিল করা হয়েছে, সংক্ষেপে তার ক্রমিক নম্বরগুলো নিম্নে বর্ণিত হলো ১, ২, ১২, ১৩, ১৪, ১৭, ২০, ২৩, ২৪, ২৬, ৪৫, ৪৮, ৪৯, ৫২, ৮১, ৮৬, ৮৭, ৮৯, ৯০, ৯৪, ১৫৫, ১৫৯, ১৩৪, ২৪৫, ২৬৯, ২৮৫, ২৮৬, ২৮৭, ২৮৯, ২৯৩, ২৯৮, ৩০৪, ৩০৬, ৩০৭, ৩১০, ৩১১, ৩১২, ৩১৩, ৩১৪, ৩১৫, ৩১৬, ৩২১, ৩২৫, ৩২৬, ৩২৭, ৩২৮, ৩৩২, ৩৩৩, ৩৩৫, ৩৩৬, ৩৩৭, ৩৩৮, ৩৪১, ৩৪২, ৩৪৩, ৩৪৪, ৩৬৪, ৩৬৫। এ ছাড়া একই তালিকায় ক্রমিক নং ৩৪৪ ও ৩৬৪, দেলোয়ার হোসেন পিতা মহাফেজ আলী, ভোটার আইডি নং-৫২১৩৯৩৫৬৩১০৮৫ ও ক্রমিক নং-৩৩৪ ও ৩৬৫, কৃষ্ণা রানী রায়, স্বামী দুর্গা মোহন রায়, আইডি নং-৫২১৩৯৩৫৬৩১২৯১, একই ব্যক্তি।
এখানেই শেষ নয়, জোনাব আলী পিতা ওসমান গণি, ভোটার আইডি নং-৫২১৩৯৩৫৬১৫১৭৯ ও ইব্রাহিম আলী খান, পিতা আব্দুল মজিদ খান, ভোটার আইডি নং-৫২১৩৯৩৫৬১৬৭০৪, এ দু’জন সরকার প্রদত্ত ভাতাভোগী মুক্তিযোদ্ধা। তাদেরও বয়স বাড়িয়ে বয়স্ক ভাতার তালিকা চূড়ান্ত করা হয়েছে।
দলগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান তার নিজের ওয়ার্ড (৯ নম্বর)-এ ভোটার আইডি কার্ডে বয়স কম থাকায় গত ২৬-০১-২০১৮ তারিখে ৮ জনের নতুন জন্ম নিবন্ধন কার্ড ইস্যু করে বয়স্ক ভাতার কার্ডের চূড়ান্ত তালিকায় নাম অন্তর্ভুক্তি করেছেন।  এসব অভিযোগের বিষয়ে ইউপি চেয়ারম্যান খ.ম. শফিকুল আলম বলেন, ‘এমন ত্রুটি হতেই পারে। অসুবিধা হলে তা সমাজ সেবা অফিসারকে বলে বাতিল করা হবে।’        
উপজেলা সমাজসেবা অফিসার মো. আবু সুফিয়ান বলেন  ‘ভোটার আইডি কার্ড জালিয়াতি একটি মারাত্মক অপরাধ। গত বছর ওই ইউনিয়নে বয়স জালিয়াতির অভিযোগ সত্যতা প্রমাণিত হওয়ায় পাঁচটি বয়স্ক ভাতার কার্ড বাতিল করা হয়েছিল। তবে, তার কোনো রকম শাস্তিমূলক ব্যবস্থা না নেয়ার কারণে এবারো একই ঘটনার পুনরাবৃত্তি ঘটলো।
নির্ভরযোগ্য একটি সূত্রের দাবি, বয়স জালিয়াতির ঘটনা শুধু দলগ্রাম ইউনিয়নেই নয়, নির্বাচন অফিসের মাধ্যমে সুষ্ঠু তদন্ত করা হলে অন্য ইউনিয়নেও অসংখ্য বয়স জালিয়াতির ঘটনা বেড়িয়ে আসবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status