বাংলারজমিন

ভোলায় ২ বোনকে এসিড নিক্ষেপের মূলহোতা গ্রেপ্তার

ভোলা প্রতিনিধি

২৭ মে ২০১৮, রবিবার, ৯:০৮ পূর্বাহ্ন

ভোলায় দুই বোনকে এসিড নিক্ষেপের ঘটনার প্রধান আসামি মহব্বত হাওলাদার অপু (১৯)কে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে সদর উপজেলার দক্ষিণ দিঘলদী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। অপু দক্ষিণ বালিয়া গ্রামের হানিফ হাওলাদারের ছেলে ও ভোলা সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র। গতকাল দুপুরে ভোলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মো. মোকতার হোসেন। তিনি জানায়, গত ১৪ই মে রাতে উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নের মো. হেলাল রাঢির মেয়ে তানজিম আক্তার মালা (১৬) ও মারজিয়া (৮) এর উপর ঘুমন্ত অবস্থায় এসিড নিক্ষেপ করা হয়। এতে তানজিম আক্তার মালার মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন স্থান ঝলসে যায়। তার ছোট বোন মারজিয়ার শরীরসহ হাত ঝলসে যায়। এ ঘটনার পর ১৫ই মে মালার বাবা বাদী হয়ে ভোলা সদর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন। গতকাল ভোর রাতে ঘটনার মূল হোতা মহব্বত হাওলাদার অপুকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপু পুলিশের কাছে এসিড নিক্ষেপের কথা স্বীকার করেছে। তানজিম আক্তার মালার সঙ্গে প্রথমে তার এক বন্ধুর মাধ্যমে পরিচয় হয়। সে থেকে দীর্ঘদিন ধরে মালার সঙ্গে তার প্রেমের সম্পর্ক চলে আসছে। সর্বশেষ চলতি বছরের এপ্রিল মাসে জানতে পারে মালার সঙ্গে ইসমাইল নামের এক ছেলের সঙ্গে এক বছর
আগ থেকে প্রেম চলে আসছে এবং দেড় বছর আগ থেকে মালার এক চাচাতো ভাই রাজিবের সঙ্গেও তার প্রেম ছিল। এসব জানতে পেরে অপু মালার সঙ্গে মোবাইলে কথা বলা বন্ধ করে মোবাইল অফ রাখে। পাঁচ দিন পর মোবাইল খুললে মালা তাকে ফোন করে সরি বলে এবং এরপর থেকে সবার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে শুধু তার সঙ্গেই প্রেম করবে বলে।
কিন্তু কয়েক দিন পর মালা আবার তার পূর্বের প্রেমিক ইসমাইলের সঙ্গে সম্পর্ক শুরু করে। এ ঘটনা জানতে পেরে অপু ক্ষিপ্ত হয়ে তাকে শিক্ষা দেয়ার জন্য চলতি মাসের ১৪ তারিখ দিবাগত রাত দুই টার দিকে মালাদের বাড়িতে গিয়ে ঘরের জানালা দিয়ে তার উপর এসিড নিক্ষেপ করে চলে আসে। সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানায়, মূলত প্রেমঘটিত কারণেই তানজিম আক্তার মালার উপর এসিড নিক্ষেপের ঘটনা ঘটেছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status