খেলা

দুই পেসারে ভর করে প্রথম দিন পাকিস্তানের

স্পোর্টস ডেস্ক

২৫ মে ২০১৮, শুক্রবার, ১২:৩৫ অপরাহ্ন

দুই ডানহাতি মিডিয়াম পেসার মোহাম্মদ আব্বাস ও হাসান আলীর তোপে খন্ড বিখন্ড ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপ। এদিন দিন কেবল একা ব্যাট হাতে লড়ছেন ওপেনার অ্যালিস্টার কুক। পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের উদ্বোধনী দিনে ১৮৪ রানে অলআউট স্বাগিতকরা। বৃহস্পতিবার শেষ বিকেলে ইংলিশদের জবাব দিতে নেমে শুরুতেই এক উইকেট হারালেও ৫০ রান করে দিন শেষ করেছে পাকিস্তান। প্রথম দিন শেষে ৯ উইকেট হাতে রেখে এখন তারা পিছিয়ে রয়েছে ১৩৪ রানে। এদিন কুক একাদশে নিশ্চিত হওয়ার সঙ্গেই হয়ে যায় অনন্য এক রেকর্ড। টানা সবচেয়ে বেশি টেস্ট খেলে অ্যালান বোর্ডারের রেকর্ড স্পর্শ করেন এই ইংলিশ ওপেনার। কুক এদিন টানা ১৫৩তম ম্যাচ খেলতে নামেন। গতকাল ব্যাট হাতে ৪৩ রানের মধ্যে ৩  ইউকেট হারায় ইংল্যান্ড। তারপর জনি বেয়ারেস্টোর সঙ্গে ৪৭ রানের জুটি গড়েন কুক। বেয়ারেস্টো ২৭ রানে আউট হওয়ার পর বেন স্টোকসকে নিয়ে ৪৯ রানের জুটি গড়েন তিনি। ৩৩ বছর বয়সী এই ব্যাটসম্যান ১৪৮ বলে ১৪টি চারে ৭০ রান করে আউট হন। স্টোকস করেন ৩৮ রান। আব্বাস ও হাসান দুজনেই ৪টি করে উইকেট নেন। বাকি দুটি নিজেদের মধ্যে ভাগ করে নেন মোহাম্মদ আমির ও ফাহিম আশরাফ। জবাবে নিজেদের প্রথম ইনিংসে ১২ রানে প্রথম উইকেট হারায় পাকিস্তান। তবে আজহার আলী ও হারিস সোহেলের ৩৮ রানের অপরাজিত জুটিতে সেই ধাক্কা সামলে উঠেছে সফরকারীরা। আজহার ১৮ ও হারিস ২১ রানে অপরাজিত রয়েছেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status