বিনোদন

আলাপন

‘সবাই জানে আমার বয়ফ্রেন্ড আছে’

কামরুজ্জামান মিলু

২৫ মে ২০১৮, শুক্রবার, ১০:৩০ পূর্বাহ্ন

চিত্রনায়িকা জলির ক্যারিয়ারের শুরুটা বেশ ভালো ভাবেই হয়। কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলনের উপন্যাস অবলম্বনে নির্মিত এবং নাদের চৌধুরী পরিচালিত ‘মেয়েটি এখন কোথায় যাবে’ ছবিতে অভিনয় দেখে চলচ্চিত্রসংশ্লিষ্ট অনেকেই তার প্রশংসা করেন। যদিও জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় ওয়াজেদ আলী সুমনের ‘অঙ্গার’ ছবি দিয়েই তার ফিল্মি ক্যারিয়ার শুরু। এছাড়া চিত্রনায়ক আরিফিন শুভর বিপরীতে ‘নিয়তি’ ছবিতে অভিনয় করেন জলি। ছবিটি পরিচালনা করেন গুণী নির্মাতা জাকির হোসেন রাজু। আর সম্প্রতি বেলাল সানির পরিচালনায় ‘ডেঞ্জার জোন’ ছবির কাজ শেষ করেছেন। এ ছবিতে তার নায়ক বাপ্পি চৌধুরী। ‘অঙ্গার’, ‘নিয়তি’ ও ‘মেয়েটি এখন কোথায় যাবে’ নামে তিনটি ছবি এরইমধ্যে মুক্তি পেয়েছে জলির। এ তিনটির মধ্যে ২০১৬ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের নাম তালিকায় আছে ‘নিয়তি’ এবং ‘মেয়েটি এখন কোথায় যাবে’ ছবি দুটি। তবে অন্য ক্যাটাগরিতে ছবি দুটি পুরস্কার পেলেও অভিনেত্রী হিসেবে জলি কোনো পুরস্কার পাচ্ছেন না। এ প্রসঙ্গে তিনি মানবজমিনকে বলেন, আমি নতুন হলেও ‘মেয়েটি এখন কোথায় যাবে’ ছবির জন্য অনেক কষ্ট করেছিলাম। ভোলায় ছবির শুটিং হয়েছিল। মেকাপ নিয়ে নৌকার মধ্যে টানা ১৭দিন  শুটিং করেছি। যারা ছবিটি দেখেছেন সবাই আমার অভিনয়ের প্রশংসা করেছেন। বিশেষ করে আমি মনে করি সাংবাদিকরা খুব নিখুঁতভাবে একটি ছবি দেখেন। তাদের মধ্যে যারা দেখেছেন তারাও আমার অভিনয়ের প্রশংসা করেছেন। সবকিছু মিলে এ ছবিটি মুক্তির পর পুরস্কার পাব বলে আশা করেছিলাম। যাই হোক সেটা তো আর হলো না। ‘মেয়েটি এখন কোথায় যাবে’ ছবিতে জলির চরিত্রের নাম ছিল কৃষ্ণকলি। এটা ছিল তার অভিনীত তৃতীয় ছবি। হিন্দু ও মুসলিম পরিবারের  ছেলে-মেয়ের প্রেম নিয়ে ছবির কাহিনী সাজানো হয়েছে। জলির নতুন ছবি ‘ডেঞ্জার জোন’ প্রযোজনা করেছে সাকসেস মাল্টিমিডিয়া। এ ছবিটি নিয়ে জানতে চাইলে তিনি বলেন, ছবির ৯০ ভাগ কাজ শেষ। একই প্রযোজনা প্রতিষ্ঠান থেকে ‘রাজ দ্য সুলতান’ নামেও একটি ছবির শুটিং শুরু হওয়ার কথা ছিল। তবে মহরতের পর আর কোনো খবর নেই। অচিরেই অন্য একটি ছবির কাজ শুরু করব। কয়েকদিন আগে এফডিসিতে জলি অভিনীত এবং বন্ধন বিশ্বাসের পরিচালনায় ‘অফিসার রিটার্নস’ নামে একটি ছবির মহরত অনুষ্ঠিত হয়। এ ছবি প্রসঙ্গে জলি বলেন, ঈদের পর এর কাজ শুরু হবে। সব ঠিক থাকলে  সেসময়ে আমিও শুটিংয়ে অংশ নিব। রোমান্টিক গল্পের পাশাপাশি অ্যাকশনও থাকবে এ ছবির কাহিনীতে। ছবিতে নিরবের বিপরীতে আমি অভিনয় করব। ইন্ডাস্ট্রিতে এসে  বেশ কয়েকজন নায়কের বিপরীতে অভিনয় করেছেন, কারো কি প্রেমে পড়েছেন কখনো? এমন প্রশ্নের জবাবে জলি মৃদু  হেসে বলেন,  ইন্ডাস্ট্রিতে বন্ধু আছে বয়ফ্রেন্ড নাই। কারণ সবাই জানে আমার বয়ফ্রেন্ড আছে। তাই এ বিষয় নিয়ে কখনো ভাবতে হয়নি। তাহলে বিয়ে কবে ? এ প্রসঙ্গে জলির উত্তর, বিয়ে এখন করবো না। সবে তো আমার বয়স ২০। ২৫ বা ২৭ বছরের আগে তো বিয়ে করছি না। আর বিয়ের বিষয়ে বাবার সিদ্ধান্ত সবার আগে প্রাধান্য পাবে। তিনিই আমার সবকিছু। এদিকে জলি রমজানের আগে ‘মেরিল সোপ’ ও ‘জয়া’ মেহেদীর দুটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন। বর্তমানে বিভিন্ন টিভি চ্যানেলে এগুলো প্রচার হচ্ছে। প্রচারের পর বেশ সাড়াও পাচ্ছেন বলে জানালেন এই চিত্রনায়িকা। জলির বেড়ে ওঠা ভৈরবে। সেই শহরকে ঘিরে রয়েছে তার নতুন পরিকল্পনা। জলি বলেন, নতুন পরিকল্পনা হাতে নিয়েছি। ‘জলি গ্ল্যামার জোন’ নামে আমার শহর ভৈরবে একটি বিউটি পার্লার করছি। চলতি মাসের শেষদিকে এটা উদ্বোধন করব। বর্তমানে তারই প্রস্তুতি নিচ্ছি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status