এক্সক্লুসিভ

ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি ১লা জুন থেকে

স্টাফ রিপোর্টার

২৫ মে ২০১৮, শুক্রবার, ৯:৪৭ পূর্বাহ্ন

ফাইল ছবি

ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে ১লা জুন থেকে। চলবে ৬ই জুন পর্যন্ত। অন্যদিকে ১০ই জুন থেকে ১৫ই জুন পর্যন্ত ফিরতি টিকিট বিক্রি করবে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ।
গতকাল বৃহস্পতিবার রেল ভবনে এক সংবাদ সম্মেলনে রেলমন্ত্রী মুজিবুল হক এই তথ্য জানান। তিনি বলেন, এবার ঈদে মোট সাত জোড়া বিশেষ ট্রেন থাকছে। ঈদের পাঁচদিন আগে এবং সাতদিন পরে বিশেষ ট্রেন চলাচল করবে। এই ১২ দিন রেলওয়ের কর্মকর্তা- কর্মচারীদের কোনো বন্ধ থাকবে না। এই দিনগুলোতে সারা দেশের সব রুটেই ট্রেন চলাচল করবে। ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ৩১টি আন্তঃনগর ট্রেন চলাচল করবে। এসব ট্রেনের জন্য ২২ হাজার টিকিট বিক্রি করা হবে। কমলাপুর স্টেশনে ২৬টি কাউন্টারের মাধ্যমে এ টিকিট বিক্রি হবে। এর মধ্যে মহিলাদের জন্য দুটি কাউন্টার সংরক্ষিত থাকবে। এসব কাউন্টার থেকে একজন যাত্রী সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন।
এবারের ঈদ যাত্রায় অগ্রিম টিকিট বিক্রি প্রথমদিন ১লা জুন দেয়া হবে ১০ই জুন রোববারের টিকিট। ২রা জুন দেয়া হবে ১১ই জুনের, ৩রা জুন দেয়া হবে ১২ই জুনের, ৪ঠা জুন দেয়া হবে ১৩ই জুনের, ৫ই জুন দেয়া হবে ১৪ই জুনের এবং ৬ই জুন দেয়া হবে ১৫ই জুনের অগ্রিম টিকিট। অন্যদিকে ঈদ উদযাপন শেষে ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ১০ই জুন থেকে। এদিন দেয়া হবে ১৯শে জুনের টিকিট। একইভাবে ১১ই জুন দেয়া হবে ২০শে জুনের, ১২ই জুনে দেয়া হবে ২১শে জুনের, ১৩ই জুনে দেয়া হবে ২২শে জুনের, ১৪ই জুনে দেয়া হবে ২৩শে জুনের এবং ১৫ই জুনে দেয়া হবে ২৪শে জুনের ফিরতি টিকিট। ঢাকা থেকে দেশের বিভিন্ন এলাকায় ঈদ যাত্রার টিকিট বিক্রি হবে ঢাকার কমলাপুর ও বিমানবন্দর রেলস্টেশন থেকে। অন্যদিকে চট্টগ্রাম, সিলেট, খুলনা, যশোর, ঈশ্বরদী, রাজশাহী, দিনাজপুর, লালমনিরহাটসহ বড় স্টেশনগুলো থেকেও অগ্রিম টিকিট বিক্রি করা হবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status