বাংলারজমিন

কোম্পানীগঞ্জে মৎস্যজীবী গৌরাঙ্গের খুনিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে

২৫ মে ২০১৮, শুক্রবার, ৯:২৭ পূর্বাহ্ন

কোম্পানীগঞ্জ উপজেলার উত্তর রনিখাই ইউনিয়নের দিঘলবাকের পার গ্রামের উত্তর দিঘলবাক রূপালী মৎস্যজীবী সমবায় সমিতির সদস্য গৌরাঙ্গ বিশ্বাসের খুনীদের গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণের দাবিতে বুধবার উপজেলা পরিষদ মাঠে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। ৪১নং গোয়াল হাওরে মাছ চুরিকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটে। উল্লেখ্য যে, কোম্পানীগঞ্জ উপজেলা মৎসজীবী সম্প্রদায়ের লোকজন সরকারের এই নীতির আলোকে উন্মুক্ত জলাশয়ে মৎস্য আহরন ও বিল ইজারা গ্রহণ করে থাকেন। এরই ধারাবাহিকতায় উত্তর দিঘলবাক রূপালী মৎস্যজীবী সমবায় সমিতি সরকার ইউনিয়ন ভূমি অফিস, কোম্পানীগঞ্জ সিলেটের ২ বছর মেয়াদে ইজারা প্রাপ্ত হইয়া জলমহাল রক্ষণাবেক্ষণসহ মৎস্য সংরক্ষণ করে আসছেন। সমিতি জলমহাল দখলদেহী সমজিয় নেয়ার পর হতে হত্যাকারীরা সমিতির সভাপতি, তার পরিবার ও সমিতির সদস্যগণকে মৎস্য আহরণ, সংরক্ষণে বাধা-বিপত্তি দিয়া আসছে এবং গোপনে চুরি করে মৎস্য আহরণ করে নিয়ে যেতে থাকে। এ কারনে সমিতির সদস্যগণ জলমহালে পাহারা দিয়ে থাকেন। গত ১৭ই এপ্রিল সকাল আনুমানিক ৮টার সময় হত্যাকারীরা মাছ চুরি করে নিয়ে যাচ্ছে দেখে নিহত গৌরাঙ্গ বিশ্বাস মাছ চুরিতে  বাধা দিলে আসামিরা প্রাণে হত্যার উদ্দেশ্যে একযোগে গৌরাঙ্গ বিশ্বাসকে বিভিন্ন দেশীয় অস্ত্র-সস্ত্র দ্বারা আঘাত করে মৃত্যু নিশ্চিত করে। এ সময় স্থানীয় লোকজন  আসিছে দেখে খুনী চক্র ঘটনাস্থল ত্যাগ করে চলে যায়। পরে নিহতের বড় ভাই হরিন্দ্র বিশ্বাস বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। কিন্তু আজ পর্যন্ত পুলিশ আসল হত্যাকারীকে গ্রেপ্তার করতে পারেনি বলে নিহতের পরিবারের দাবি। পরে কোম্পানীগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ আবু লাইছ এর নিকট স্মারকলিপি প্রদান করা হয়। মানববন্ধন কর্মসূচিতে নিকেশ চন্দ্র বিশ্বাস ও রানু বিশ্বাসের যৌথ পরিচালনায়  বক্তব্য রাখেন,  সিলেট জেলা শাখা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট প্রদীপ ভট্রচার্য্য, ৫নং উত্তর রনিখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ উদ্দিন, ১নং পশ্চিম ইসলামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাজী শামীম আহমদ, উত্তর রনিখাই ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. কালা মিয়া, কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য শৈলেন চন্দ্র দেবনাথ, শিক্ষক সাচ্ছা মিয়া, বাংলাদেশ ছাত্র যুব ঐক্য পরিষদের সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক সুবিনয় মল্লিক প্রমুখ।

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status