বিশ্বজমিন

নাজিব রাজাককে আবারো জিজ্ঞাসাবাদ

মানবজমিন ডেস্ক

২৫ মে ২০১৮, শুক্রবার, ৯:২৫ পূর্বাহ্ন

কয়েকদিন আগেও তিনি ছিলেন ক্ষমতাধর একজন প্রধানমন্ত্রী। আর এখন আসামির কাঠগড়ায়। হ্যাঁ, দ্বিতীয়বারের জন্য মালয়েশিয়া এন্টি করাপশন কমিশনে (এমএসিসি) দুর্নীতির অভিযোগের জবাব দিতে হাজির হয়েছেন মালয়েশিয়ার সদ্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী নাজিব রাজাক। এসএসিসির সদর দপ্তরে আজ দ্বিতীয়বারের মতো তাকে প্রশ্নবাণে জর্জরিত করা হচ্ছে। অভিযোগ আছে তিনি প্রধানমন্ত্রী থাকাকালে রাষ্ট্রীয় তহবিল ‘১ মালয়েশিয়া ডেভেলপমেন্ট বেরহাদ’ (১এমডিবি) থেকে প্রায় ৭০ কোটি ডলার নিজের ব্যক্তিগত ব্যাংক একাউন্টে স্থানান্তর করেছেন। আর এই টাকা স্থানান্তর হয়েছে এসআরসি ইন্টারন্যাশনাল নামের একটি বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানে। এ নিয়ে জিজ্ঞাসাবাদ করতে তাকে তলব করা হয় কমিশনে। সে অনুযায়ী ২১শে মে মঙ্গলবার তিনি হাজির হন কমিশনে। সেখানে টানা সাড়ে চার ঘণ্টা প্রশ্নবাণে তাকে জর্জরিত করেন তদন্তকারীদের একটি টিম। এরপর তাকে বৃহস্পতিবার দ্বিতীয়বার কমিশনে হাজির হতে বলা হয়েছিল। সে অনুযায়ী স্থানীয় সময় সকাল ৯টা ৪৫ মিনিটে নাজিব রাজাক কমিশনে হাজির হন। একটি পুরো সাদা গাড়িতে ছিলেন তিনি। তাকে পুলিশি প্রহরায় নিয়ে যাওয়া হয় কমিশনের ভেতরে। এ সময় তিনি ওই ভবনের বাইরে দাঁড়ানো সাংবাদিকদের উদ্দেশ্যে স্মিত হাসেন ও হাত নাড়ান। তারপর ভেতরে প্রবেশ করেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status